আদালতে খালেদা, আওয়ামী লীগের হামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে পৌঁছার আগেই সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় রক্তাক্ত অবস্থায় কয়েকজন কর্মীকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। ঢাকা মেডিকেল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, পলাশী মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ছে। পুরো এলাকায় ভুতুরে অবস্থা বিরাজ করছে। খালেদা জিয়ার গাড়ি আদালত এলাকায় পৌঁছার সময়ও ছাত্রলীগের কর্মীরা তার গাড়িবহর লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা যায়।
No comments