মমতা ফেব্রুয়ারিতে আসতে পারেন বাংলাদেশে
ভাবমূর্তি
পুনরুদ্ধারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে যাওয়ার সরকারি আমন্ত্রণ
পেয়ে তা রক্ষা করতে তৎপর হয়ে উঠেছেন। নবান্ন সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি
মাস নাগাদ তিনি বাংলাদেশ সফরে যেতে পারেন। মমতা জানেন তিস্তা ও সীমান্ত
চুক্তিতে বিরোধিতা করার কারণে তার সম্পর্কে বাংলাদেশের মানুষের অনেক ক্ষোভ
রয়েছে। অবশ্য সম্প্রতি সীমান্ত চুক্তিতে অনুমোদন দেয়ার কথা তিনি প্রকাশ্যেই
ঘোষণা করেছেন। কোচবিহারে সেই সভামঞ্চে বাংলাদেশী ছিটমহলের বাসিন্দাদের
তিনি সংবর্ধনাও দিযেছেন। তবে তিস্তা চুক্তি নিয়ে এখনও মমতার আপত্তি রয়েছে।
অবশ্য আপত্তির কারণটাও তিনি জানাতে চান বাংলাদেশের মানুষকে। আর তাই গত
সোমবার রাতে কলকাতার রাজভবনে বাংলাদেশের প্রেসিডেন্টের সম্মানে
পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠীর দেয়া নৈশভোজে মমতাকে বাংলাদেশের
প্রেসিডেন্ট আবদুল হামিদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে মমতা
সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে তাকে জানিয়েছেন। এর আগে বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
জানিয়েছিলেন। মমতা নিজে বারবারই একটা কথা বলেন যে, তিনি বাংলাদেশকে খুব
ভালবাসেন। কিছুদিন আগেই বাংলাদেশের এক সংসদীয় প্রতিনিধিদলকে নবান্নে তিনি
এমনভাবে আপ্যায়িত করেছিলেন যে, বাংলাদেশের সংসদ সদস্যরা আপ্লুত হয়ে
পড়েছিলেন। মমতা সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা জনপ্রিয় একটি গানও গেয়ে
শুনিয়েছিলেন।
No comments