চুনারুঘাট পৌরসভায় বিএনপি প্রার্থী শামসু মেয়র নির্বাচিত
চুনারুঘাট
পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী
মো. নাজিম উদ্দিন শামসু। তিনি পেয়েছেন ২৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল পেয়েছেন ২০৮৯ ভোট। তৃতীয়
অবস্থানে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্করের পুত্র ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন পেয়েছেন ১৭৭৩ ভোট। চতুর্থ
অবস্থানে এস কে ইফতেখারুল গণি খায়রু ১২৬৪ ভোট পেয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল
৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। সন্ধ্যা ৬টায় এ ফল ঘোষণা করেন
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর।
উল্লেখ্য, গত ১০ই অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে যায়।
উল্লেখ্য, গত ১০ই অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে যায়।
No comments