তৃতীয় বিয়ে করলেন শশী থারুর
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর (৫৪) এবার বিয়ে করলেন আইপিএল নিয়ে বিতর্কে জড়ানো তাঁর বান্ধবী সুনন্দা পুস্করকে। গত রোববার হিমাচল প্রদেশের শৈল শহর কসৌলিতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি শশী থারুর তৃতীয় বিয়ে। কাশ্মীরের মেয়ে সুনন্দা এখন দুবাইতে থাকেন। সেখানে একটি স্পা চালান তিনি।
সুনন্দার সঙ্গে শশী থারুর প্রথম দেখা একটি সামাজিক অনুষ্ঠানে। প্রথম দেখাতেই দুজনের প্রেম। শশী থারুর প্রথম বিয়ে করেছিলেন বাঙালি তনয়া তিলোত্তমা মুখোপাধ্যায়কে। কলকাতায় পড়াশোনার সময় শশীর সঙ্গে তিলোত্তমার সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ে। সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি।
এরপর জাতিসংঘে উচ্চপদে কাজ করার সময় কানাডীয় তরুণী ক্রিস্টা জাইলসের সঙ্গে শশীর প্রেম এবং পরে বিয়ে হয়। ক্রিস্টা তখন জাতিসংঘের নিরস্ত্রীকরণ-সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন।
সুনন্দার সঙ্গে শশী থারুর প্রথম দেখা একটি সামাজিক অনুষ্ঠানে। প্রথম দেখাতেই দুজনের প্রেম। শশী থারুর প্রথম বিয়ে করেছিলেন বাঙালি তনয়া তিলোত্তমা মুখোপাধ্যায়কে। কলকাতায় পড়াশোনার সময় শশীর সঙ্গে তিলোত্তমার সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ে। সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি।
এরপর জাতিসংঘে উচ্চপদে কাজ করার সময় কানাডীয় তরুণী ক্রিস্টা জাইলসের সঙ্গে শশীর প্রেম এবং পরে বিয়ে হয়। ক্রিস্টা তখন জাতিসংঘের নিরস্ত্রীকরণ-সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন।
No comments