আবার ইংল্যান্ডে গেল বাংলাদেশ দল
এশিয়া কাপের জন্য দুই ভাগ হয়ে গিয়েছিল সিরিজটা। মে-জুনে ইংল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলে আসা বাংলাদেশ দল তাই কাল ভোরে আবার ইংল্যান্ড গেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ইংল্যান্ড থেকে মাশরাফি বিন মুর্তজার দল যাবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
৩ ও ৫ জুলাই সাসেক্স আর মিডলসেক্সের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ৮ জুলাই। ১২ জুলাই ইংল্যান্ড সিরিজ শেষে আয়ারল্যান্ডে দুটি ওয়ানডে খেলতে যাবে তারা। এরপর আছে স্কটল্যান্ডে স্বাগতিক স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে আরও দুটি ওয়ানডে।
দলের সঙ্গে কালই ইংল্যান্ডের বিমানে ওঠেননি সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ভিসা-প্রক্রিয়া দেরিতে শুরু করায় যেতে পারেননি পেসার নাজমুল হোসেনও। ফিল্ডিং কোচ মিজানুর রহমানের সঙ্গে নাজমুল ইংল্যান্ড যাবেন আজ, কাল যাবেন সাকিব।
ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ান বোলিং কোচ জোসেফ স্কুডেরি। বিসিবি সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর আগে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বাংলাদেশ ব্যাটসম্যানদের কিছু টিপস দিতে পারেন।
ফিকশ্চার
ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু
৩ জুলাই প্রস্তুতি ম্যাচ সাসেক্স হোভ
৫ জুলাই প্রস্তুতি ম্যাচ মিডলসেক্স ট্রেন্ট ব্রিজ
৮ জুলাই ১ম ওয়ানডে ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজ
১০ জুলাই ২য় ওয়ানডে ইংল্যান্ড ব্রিস্টল
১২ জুলাই ৩য় ওয়ানডে ইংল্যান্ড এজবাস্টন
১৫ জুলাই ১ম ওয়ানডে আয়ারল্যান্ড বেলফাস্ট
১৯ জুলাই ওয়ানডে স্কটল্যান্ড গ্লাসগো
২০ জুলাই ওয়ানডে হল্যান্ড গ্লাসগো
৩ ও ৫ জুলাই সাসেক্স আর মিডলসেক্সের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ৮ জুলাই। ১২ জুলাই ইংল্যান্ড সিরিজ শেষে আয়ারল্যান্ডে দুটি ওয়ানডে খেলতে যাবে তারা। এরপর আছে স্কটল্যান্ডে স্বাগতিক স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে আরও দুটি ওয়ানডে।
দলের সঙ্গে কালই ইংল্যান্ডের বিমানে ওঠেননি সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ভিসা-প্রক্রিয়া দেরিতে শুরু করায় যেতে পারেননি পেসার নাজমুল হোসেনও। ফিল্ডিং কোচ মিজানুর রহমানের সঙ্গে নাজমুল ইংল্যান্ড যাবেন আজ, কাল যাবেন সাকিব।
ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ান বোলিং কোচ জোসেফ স্কুডেরি। বিসিবি সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর আগে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বাংলাদেশ ব্যাটসম্যানদের কিছু টিপস দিতে পারেন।
ফিকশ্চার
ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু
৩ জুলাই প্রস্তুতি ম্যাচ সাসেক্স হোভ
৫ জুলাই প্রস্তুতি ম্যাচ মিডলসেক্স ট্রেন্ট ব্রিজ
৮ জুলাই ১ম ওয়ানডে ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজ
১০ জুলাই ২য় ওয়ানডে ইংল্যান্ড ব্রিস্টল
১২ জুলাই ৩য় ওয়ানডে ইংল্যান্ড এজবাস্টন
১৫ জুলাই ১ম ওয়ানডে আয়ারল্যান্ড বেলফাস্ট
১৯ জুলাই ওয়ানডে স্কটল্যান্ড গ্লাসগো
২০ জুলাই ওয়ানডে হল্যান্ড গ্লাসগো
No comments