ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ
২১, ১৩, ৩—ইংল্যান্ডের বিপক্ষে গত তিনটি ওয়ানডেতে রিকি পন্টিংয়ের ব্যাট একটুও হাসেনি। টানা তিন ম্যাচ হেরে পাঁচ ম্যাচের সিরিজও হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলীয় অধিনায়কের। তবে কাল তিনি রান পেলেন, ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও একটা চ্যালেঞ্জিং স্কোরই ছুড়ে দিয়েছেন ইংল্যান্ডকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেনিংটনে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তুলেছে অস্ট্রেলিয়া। পন্টিং ছাড়াও তাতে বড় অবদান মাইকেল ক্লার্কের। তৃতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন দুজন। যদিও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি অল্পের জন্য পাননি ক্লার্ক, ১০৬ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ওপেনার শেন ওয়াটসন করেছেন ৪১ রান।
No comments