প্রয়োজনীয় ভোট পাননি কেউ দ্বিতীয় দফা ভোট ৪ জুলাই
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৪ জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পাননি।
নির্বাচনে ১০ জন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সিভিক প্ল্যাটফরম পার্টির প্রার্থী ব্রোনিস্ল কোমোরস্কি ও ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী জারস্ল কাচজিনস্কির মধ্যে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কোমোরস্কি ৪১ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন। আর বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই জারস্ল কাচজিনস্কি পেয়েছেন ৩৬ দশমিক ৭৪ শতাংশ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট প্রার্থী গ্রেগর্জ ন্যাপিয়ারলস্কি সর্বোচ্চ ১৩ দশমিক ৭ শতাংশ ভোট পান। পোল্যান্ডের আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফল ঘোষণার পর কোমোরস্কি (৫৮) তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ৪ জুলাই চূড়ান্ত চাপ নিতে আমাদের শক্তিকে সংগঠিত করতে হবে। জারস্ল সমর্থকদের উদ্দেশে বলেন, বিজয়ী হওয়ার মূলমন্ত্র বিশ্বাস। মাতৃভূমির জন্য, পোল্যান্ডের জন্য আমরা অবশ্যই জিতব।
গত ১০ এপ্রিল রাশিয়ার স্মলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজনস্কি ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন। এ কারণে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
নির্বাচনে ১০ জন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সিভিক প্ল্যাটফরম পার্টির প্রার্থী ব্রোনিস্ল কোমোরস্কি ও ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী জারস্ল কাচজিনস্কির মধ্যে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কোমোরস্কি ৪১ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন। আর বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই জারস্ল কাচজিনস্কি পেয়েছেন ৩৬ দশমিক ৭৪ শতাংশ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট প্রার্থী গ্রেগর্জ ন্যাপিয়ারলস্কি সর্বোচ্চ ১৩ দশমিক ৭ শতাংশ ভোট পান। পোল্যান্ডের আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফল ঘোষণার পর কোমোরস্কি (৫৮) তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ৪ জুলাই চূড়ান্ত চাপ নিতে আমাদের শক্তিকে সংগঠিত করতে হবে। জারস্ল সমর্থকদের উদ্দেশে বলেন, বিজয়ী হওয়ার মূলমন্ত্র বিশ্বাস। মাতৃভূমির জন্য, পোল্যান্ডের জন্য আমরা অবশ্যই জিতব।
গত ১০ এপ্রিল রাশিয়ার স্মলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজনস্কি ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন। এ কারণে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
No comments