স্পেন খেলল স্পেনের মতোই
স্কোরলাইন সব সময় ম্যাচের আসল ছবিটা তুলে ধরতে পারে না। স্পেন-হন্ডুরাস ম্যাচটা ঠিক তা-ই। এই ম্যাচের স্কোরলাইন আপনাকে বলবে না, সুইজারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর কী রাজকীয়ভাবে নিজেদের তুলে ধরল ফেবারিট স্পেন। স্কোরলাইন বলবে না, গোল মিসের কী মহড়াই না দিয়ে গেল স্প্যানিশ তারকারা। বলবে না, কী সুন্দর ফুটবল খেলেই না মন জুড়িয়ে দিল ইউরো চ্যাম্পিয়নরা। তবে ম্যাচটা জয়বঞ্চিত করেনি স্পেনকে, জিতেছে ২-০ গোলে। এবং তা ডেভিড ভিয়ার সৌজন্যে। শুরুতে তাঁর একটা শট ক্রস পিচে প্রতিহত হওয়ার পর ১৭ আর ৩৮ মিনিটে দুটি দুর্দান্ত শটে দুই গোল করেছেন সোনার বুটের অন্যতম দাবিদার এই স্ট্রাইকার। পেনাল্টি শট নিয়েও হ্যাটট্রিক করতে না পারার দুঃখও অবশ্য তাঁর সঙ্গী ছিল।
No comments