ওয়েস্ট ইন্ডিজের জবাব
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স। সেন্ট কিটসে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করে এর জবাব দিলেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ও ব্রেন্ডন ন্যাশ। হ্যারিসের বলে তাঁর হাতে ক্যাচ দেওয়ার আগে চন্দরপল করেন ১৬৬। ১১৪ করে রানআউট হয়েছেন ন্যাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাল ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে তুলেছিল ৪৮৯ রান। তখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ৫৪ রানে। ২ রানে ব্যাট করছিলেন বেন। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
No comments