গোল আসবেই
মেসি গোল পাচ্ছেন না! ব্যাপারটা বিস্ময়কর হতে পারে মেসি-ভক্তদের জন্য, মেসির জন্য কিন্তু নয়। যতক্ষণ দল ভালো করছে আর্জেন্টিনার ত্রাণকর্তা মেসি নাকি গোল না পাওয়াতে ততক্ষণ একটুও চিন্তিত নন। জাতীয় দলের হয়ে প্রতি তিন ম্যাচে গড়ে পুরোপুরি একটি গোলও নেই তাঁর ঝুলিতে। তাই ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়েও পিছিয়ে পড়ছেন ক্রমাগত। তবুও বার্সেলোনার এই তারকা বলছেন, ‘এটা কোনো সমস্যাই না। গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমি সুযোগ পাচ্ছি, যদিও তা গোলে রূপান্তর করতে পারছি না।’ তবে মেসি আশাবাদী, ‘গোল আসবেই। আমরা ভালো একটা অবস্থানে আছি। দলের সবাই এখন সামনের ম্যাচে গ্রিসের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছে।
No comments