আফগানিস্তানে এ পর্যন্ত ৩০০ ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে
আফগানিস্তানে আহত এক ব্রিটিশ সেনা গতকাল সোমবার মারা গেছেন। এ নিয়ে সেখানে এ পর্যন্ত ৩০০ ব্রিটিশ সেনার মৃত্যু হলো। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ রয়্যাল কমান্ডো মেরিনের এক সদস্যের মৃত্যু নিশ্চিত করছে। গত ১২ জুন তিনি হেলমান্দের স্যানজিনে একটি বিস্ফোরণে আহত হন। ইংল্যান্ডের বার্মিংহামের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, মেরিন সেনার এই মৃত্যুর সংবাদ খুবই দুঃখজনক একটি খবর। অবশ্যই ৩০০তম সেনার মৃত্যুর সংবাদ কোনোভাবেই কম বা বেশি বেদনাদায়ক নয় আগের ২৯৯ জনের তুলনায়।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেন,আফগানরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব সামলানোর উপযুক্ত হওয়া মাত্র সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে ব্রিটেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ রয়্যাল কমান্ডো মেরিনের এক সদস্যের মৃত্যু নিশ্চিত করছে। গত ১২ জুন তিনি হেলমান্দের স্যানজিনে একটি বিস্ফোরণে আহত হন। ইংল্যান্ডের বার্মিংহামের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, মেরিন সেনার এই মৃত্যুর সংবাদ খুবই দুঃখজনক একটি খবর। অবশ্যই ৩০০তম সেনার মৃত্যুর সংবাদ কোনোভাবেই কম বা বেশি বেদনাদায়ক নয় আগের ২৯৯ জনের তুলনায়।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেন,আফগানরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব সামলানোর উপযুক্ত হওয়া মাত্র সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে ব্রিটেন।
No comments