মাহারুফের হ্যাটট্রিক, ভারত ২০৯ রানে অলআউট
ফারভিচ মাহারুফের হ্যাটট্রিকসহ ৫ উইকেটের দিনে হতাশায় ডুবেছে ভারতীয় দল। এশিয়া কাপের ফাইনালের আগে আনুষ্ঠানিকতার ম্যাচে আজ মাত্র ২০৯ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করে রোহিত শর্মা। এ ছাড়া অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ৪১ ও দিনেশ কার্তিক ৪০ রান করেন।
৩৮ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৯ রান। ওভারের শেষ বলটিতে রান আউটের শিকার হয়েছেন ধোনি। মাহারুফ যেন ভারতের ব্যাটসম্যানদের হতাশার ধারাবাহিকতাই রক্ষা করলেন। একটি নয়, ৩৯ ওভারের প্রথম তিন বলে তিনটিতেই উইকেট নিয়ে নিলেন মাহারুফ। প্রথম বলে এলবিডব্লিউর শিকার জাদেজা, দ্বিতীয় বলে প্রাভিন কুমার বোল্ড! আর তৃতীয় বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন জহির খান।
৩৮ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৯ রান। ওভারের শেষ বলটিতে রান আউটের শিকার হয়েছেন ধোনি। মাহারুফ যেন ভারতের ব্যাটসম্যানদের হতাশার ধারাবাহিকতাই রক্ষা করলেন। একটি নয়, ৩৯ ওভারের প্রথম তিন বলে তিনটিতেই উইকেট নিয়ে নিলেন মাহারুফ। প্রথম বলে এলবিডব্লিউর শিকার জাদেজা, দ্বিতীয় বলে প্রাভিন কুমার বোল্ড! আর তৃতীয় বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন জহির খান।
No comments