রহমতগঞ্জের ৫ গোল মুক্তিযোদ্ধার জালে
আগের ৮ ম্যাচে তারা গোল করেছিল মাত্র ৩টি। কাল এক ম্যাচেই ৫ গোল করল রহমতগঞ্জ! প্রতিপক্ষ দলটার নাম মুক্তিযোদ্ধা।
শুকতারার সঙ্গে ড্র আর আরামবাগকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া মুক্তিযোদ্ধাকে আবার ঘিরে ধরেছে দুঃসময়। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-২ গোলে হারলেও কিছুটা লড়াই তারা করতে পেরেছিল। ঢাকা মোহামেডানের কাছে ০-৪ গোলে হারলেও আবাহনীর কাছে মুক্তিযোদ্ধা হেরেছিল মাত্র ০-১ গোলে। সেই দল রগমতগঞ্জের কাছে কাল ৫-১ গোলে উড়ে গেল!
১১ ও ২১ মিনিটে রাফায়েল দুই গোল করে জয়টা ম্যাচের প্রথমভাগেই নিশ্চিত করে ফেলেন। ২৩ মিনিটে টিপু ২-১ করেন। এরপর ৩১ মিনিটে ফেলিক্স, ৪০ মিনিটে মামুন ও ৮৭ মিনিটে পাশবনের গোল রহমতগঞ্জকে এবারের বাংলাদেশ লিগে এনে দিয়েছে দ্বিতীয় জয়। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮। মুক্তিযোদ্ধার পক্ষে অবনমন এড়ানো কঠিনই হয়ে উঠছে। এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে আছে দলটি।
আজকের খেলা: ঢাকা মোহামেডান-বিয়ানীবাজার (সিলেট স্টেডিয়াম, শুরু বিকেল ৫টা), চট্টগ্রাম আবাহনী-আরামবাগ (চট্টগ্রাম এমএ আজিজ স্টেডি., শুরু বেলা ৩-৩০ মি.)।
শুকতারার সঙ্গে ড্র আর আরামবাগকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া মুক্তিযোদ্ধাকে আবার ঘিরে ধরেছে দুঃসময়। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-২ গোলে হারলেও কিছুটা লড়াই তারা করতে পেরেছিল। ঢাকা মোহামেডানের কাছে ০-৪ গোলে হারলেও আবাহনীর কাছে মুক্তিযোদ্ধা হেরেছিল মাত্র ০-১ গোলে। সেই দল রগমতগঞ্জের কাছে কাল ৫-১ গোলে উড়ে গেল!
১১ ও ২১ মিনিটে রাফায়েল দুই গোল করে জয়টা ম্যাচের প্রথমভাগেই নিশ্চিত করে ফেলেন। ২৩ মিনিটে টিপু ২-১ করেন। এরপর ৩১ মিনিটে ফেলিক্স, ৪০ মিনিটে মামুন ও ৮৭ মিনিটে পাশবনের গোল রহমতগঞ্জকে এবারের বাংলাদেশ লিগে এনে দিয়েছে দ্বিতীয় জয়। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮। মুক্তিযোদ্ধার পক্ষে অবনমন এড়ানো কঠিনই হয়ে উঠছে। এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে আছে দলটি।
আজকের খেলা: ঢাকা মোহামেডান-বিয়ানীবাজার (সিলেট স্টেডিয়াম, শুরু বিকেল ৫টা), চট্টগ্রাম আবাহনী-আরামবাগ (চট্টগ্রাম এমএ আজিজ স্টেডি., শুরু বেলা ৩-৩০ মি.)।
No comments