পশ্চিম তীরে শতাধিক বাড়ি নির্মাণের অনুমতি ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন করে ১১২টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার দেশটির একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন।
সরকারি রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে পরিবেশমন্ত্রী গিলাদ এরদান বলেন, বাড়িগুলো বেথেলহেমের কাছে বেইতার ইলিতে নির্মাণ করা হবে।
ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনায় সম্মত হওয়ার এক দিন পর বসতি স্থাপনের নতুন প্রকল্পের বিষয়টি সামনে আসে। আলোচনায় সম্মত হলেও ইসরায়েলের বসতি স্থাপন প্রক্রিয়া অব্যাহত থাকলে মার্কিন মধ্যস্থতায় ওই শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন।
ফিলিস্তিনিরা জোর দিয়ে বলেছে, ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন সম্পূর্ণ বন্ধ করলে, তবেই তারা সরাসরি সমঝোতায় ফিরে আসবে। ইসরায়েলের বসতি স্থাপন প্রক্রিয়া ফিলিস্তিনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
সরকারি রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে পরিবেশমন্ত্রী গিলাদ এরদান বলেন, বাড়িগুলো বেথেলহেমের কাছে বেইতার ইলিতে নির্মাণ করা হবে।
ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনায় সম্মত হওয়ার এক দিন পর বসতি স্থাপনের নতুন প্রকল্পের বিষয়টি সামনে আসে। আলোচনায় সম্মত হলেও ইসরায়েলের বসতি স্থাপন প্রক্রিয়া অব্যাহত থাকলে মার্কিন মধ্যস্থতায় ওই শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন।
ফিলিস্তিনিরা জোর দিয়ে বলেছে, ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন সম্পূর্ণ বন্ধ করলে, তবেই তারা সরাসরি সমঝোতায় ফিরে আসবে। ইসরায়েলের বসতি স্থাপন প্রক্রিয়া ফিলিস্তিনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
No comments