ফুলবাড়ী-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে শিগগিরই দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী ও বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত পথে শিগগিরই উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু হবে।
পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য গত শনিবার ফুলবাড়ী সীমান্তে ট্রাক পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
অশোক ভট্টাচার্য বলেন, এক হাজার ৯০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মাণ করা হচ্ছে এই ট্রাক পার্কিং এলাকা। এ ছাড়া সীমান্তের রাস্তাকে চার লেনের রাস্তায় রূপান্তর করা হচ্ছে। সেই সঙ্গে গড়ে তোলা হবে একটি ফুড পার্কও। এ ছাড়া ১০ একর জায়গা নিয়ে তৈরি করা হবে ল্যান্ড কাস্টমস স্টেশন। এ জন্য বরাদ্দ করা হয়েছে আট কোটি রুপি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরই চালু হয়ে যাবে ফুলবাড়ী-বাংলাবান্ধা সীমান্ত পথ।
ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস প্রথম আলোকে বলেন, এই সীমান্ত পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোটি কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হবে।
এদিকে একই দিনে ফুলবাড়ীতে ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধিদলও সীমান্তের অবকাঠামো পরিদর্শনে আসে।
পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য গত শনিবার ফুলবাড়ী সীমান্তে ট্রাক পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
অশোক ভট্টাচার্য বলেন, এক হাজার ৯০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মাণ করা হচ্ছে এই ট্রাক পার্কিং এলাকা। এ ছাড়া সীমান্তের রাস্তাকে চার লেনের রাস্তায় রূপান্তর করা হচ্ছে। সেই সঙ্গে গড়ে তোলা হবে একটি ফুড পার্কও। এ ছাড়া ১০ একর জায়গা নিয়ে তৈরি করা হবে ল্যান্ড কাস্টমস স্টেশন। এ জন্য বরাদ্দ করা হয়েছে আট কোটি রুপি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরই চালু হয়ে যাবে ফুলবাড়ী-বাংলাবান্ধা সীমান্ত পথ।
ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস প্রথম আলোকে বলেন, এই সীমান্ত পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোটি কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হবে।
এদিকে একই দিনে ফুলবাড়ীতে ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধিদলও সীমান্তের অবকাঠামো পরিদর্শনে আসে।
No comments