রাজাপক্ষেকে পরাজিত করতে চেয়েছিল ‘র’
জানুয়ারিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষেকে পরাজিত করার চেষ্টা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। ডেইলি মিরর পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে দেশটির একজন মন্ত্রী এ কথা বলেন। গতকাল সোমবার সাক্ষাত্কারটি প্রকাশিত হয়।
ডাকমন্ত্রী নান্দানা গুনাথিলেক বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ২৬ জানুয়ারির নির্বাচনে রাজাপক্ষের বিরুদ্ধে কাজ করেছে। এমনকি ভারত সরকারও ‘র’-কে প্রকাশ্যে সমর্থন দিয়েছে।
সাক্ষাত্কারে মন্ত্রী নান্দানা বলেন, ‘র’-এর কার্যক্রম কীভাবে চলে এবং ভারতের সরকারই বা কোন নীতিতে পরিচালিত হয়, মাঝেমধ্যে তা নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ভারতের সরকার রাজাপক্ষের পক্ষে থাকলেও ‘র’-এর কর্মকর্তারা তাঁর বিপক্ষেই কাজ করেছেন।
ডাকমন্ত্রী গুনাথিলেক এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও শ্রীলঙ্কা সফর করছেন। গৃহযুদ্ধ-পরবর্তী শ্রীলঙ্কার রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিনি গত রোববার কলম্বো যান।
জানুয়ারিতে রাজাপক্ষে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তার এটাই প্রথম শ্রীলঙ্কা সফর।
প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নিরুপমা রাও গত বছর সরকারি সৈন্য ও তামিল গেরিলাদের মধ্যে শেষ দফা যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া জাতিগত তামিলদের পুনর্বাসনে শ্রীলঙ্কাকে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
নিরুপমা রাওয়ের উদ্ধৃতি দিয়ে রাজাপক্ষের কার্যালয় সূত্র জানায়, অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখতে ভারত রাজি আছে।
ডাকমন্ত্রী নান্দানা গুনাথিলেক বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ২৬ জানুয়ারির নির্বাচনে রাজাপক্ষের বিরুদ্ধে কাজ করেছে। এমনকি ভারত সরকারও ‘র’-কে প্রকাশ্যে সমর্থন দিয়েছে।
সাক্ষাত্কারে মন্ত্রী নান্দানা বলেন, ‘র’-এর কার্যক্রম কীভাবে চলে এবং ভারতের সরকারই বা কোন নীতিতে পরিচালিত হয়, মাঝেমধ্যে তা নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ভারতের সরকার রাজাপক্ষের পক্ষে থাকলেও ‘র’-এর কর্মকর্তারা তাঁর বিপক্ষেই কাজ করেছেন।
ডাকমন্ত্রী গুনাথিলেক এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও শ্রীলঙ্কা সফর করছেন। গৃহযুদ্ধ-পরবর্তী শ্রীলঙ্কার রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিনি গত রোববার কলম্বো যান।
জানুয়ারিতে রাজাপক্ষে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তার এটাই প্রথম শ্রীলঙ্কা সফর।
প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নিরুপমা রাও গত বছর সরকারি সৈন্য ও তামিল গেরিলাদের মধ্যে শেষ দফা যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া জাতিগত তামিলদের পুনর্বাসনে শ্রীলঙ্কাকে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
নিরুপমা রাওয়ের উদ্ধৃতি দিয়ে রাজাপক্ষের কার্যালয় সূত্র জানায়, অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখতে ভারত রাজি আছে।
No comments