এক পার্সেলে তিন হাজার ৮০৮টি ডাকটিকিট
একটি পার্সেলে তিন হাজার ৮০৮টি ডাকটিকিট লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের সুভাষনগরের যুবক মনোজ মণ্ডল। লন্ডনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি মার্কো ফির্গাটির কাছে ওই পার্সেলটি পাঠানো হয় গত ৪ মার্চ ।
পার্সেলটির ওজন দুই কেজি ৮২৫ গ্রাম। দৈর্ঘ্যে এক মিটার, প্রস্থে ৭০ সেন্টিমিটার এবং উচ্চতায় ২০ সেন্টিমিটার। এতে লাগানো হয়েছে এক হাজার ৬৫৫ রুপির তিন হাজার ৮০৮টি ডাকটিকিট। মনোজের আশা, এবার নাম উঠবে গিনেস বুকে। মনোজ এর আগে ছোট প্রেশার কুকার বানিয়ে নাম উঠিয়েছিলেন লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার চাইছেন গিনেস বুকে নাম তুলতে।
পার্সেলটির ওজন দুই কেজি ৮২৫ গ্রাম। দৈর্ঘ্যে এক মিটার, প্রস্থে ৭০ সেন্টিমিটার এবং উচ্চতায় ২০ সেন্টিমিটার। এতে লাগানো হয়েছে এক হাজার ৬৫৫ রুপির তিন হাজার ৮০৮টি ডাকটিকিট। মনোজের আশা, এবার নাম উঠবে গিনেস বুকে। মনোজ এর আগে ছোট প্রেশার কুকার বানিয়ে নাম উঠিয়েছিলেন লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার চাইছেন গিনেস বুকে নাম তুলতে।
No comments