ক্লাব ক্রিকেটেও লিখিত চুক্তি
ভবিষ্যতে ক্লাব ক্রিকেটেও লিখিত চুক্তির মাধ্যমেই খেলতে হবে ক্রিকেটারদের। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনই কাল জানিয়েছেন এই কথা, ‘ক্রিকেটাররা ক্লাবগুলোয় এখন লিখিত চুক্তির মাধ্যমে খেলছে না। জটিলতা এড়াতে ভবিষ্যতে ক্লাব ক্রিকেটে ক্রিকেটারদের জন্য লিখিত চুক্তি প্রবর্তনের চিন্তাভাবনা করছি আমরা।’
বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তামিম এবার ২০ লাখ টাকায় নাম লিখিয়েছিলেন মোহামেডানে। কিন্তু ইনজুরির কারণে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র একটা ম্যাচ এবং আবাহনীর বিপক্ষে সে ম্যাচে তামিমের খেলা মুখোমুখি করে দিয়েছে বিসিবি এবং মোহামেডানকে। দুই পক্ষের বক্তব্য-পাল্টা বক্তব্যে সামনে চলে এসেছে একটা প্রশ্নই—ক্রিকেটাররা আসলে ক্লাবের না বোর্ডের?
এনায়েত হোসেন জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ঢাকা লিগের সব দলের জন্যই থাকবে একটা ‘কমন’ চুক্তিপত্র। জাতীয় স্বার্থের সঙ্গে ক্রিকেটার এবং ক্লাবের সুবিধা-অসুবিধা দেখে ঠিক হবে চুক্তির শর্তাবলি। ‘চিন্তাটা এখনো প্রাথমিক পর্যায়ে। সবার সঙ্গে আলোচনা করে চুক্তির শর্তাবলি ঠিক করা হবে। পরে সেটা বোর্ডে অনুমোদন করে সিসিডিএমের মাধ্যমে সব ক্লাবকে দেওয়া হবে। ভবিষ্যতে চুক্তির শর্ত মেনেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে ক্লাবগুলোকে’—বলেছেন এনায়েত হোসেন।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানিয়েছেন একই কথা, ‘চুক্তির শর্তাবলি ঠিক করতে প্রয়োজনে আমরা ক্রিকেটারদের প্রতিনিধিদেরও মতামত নেব। আশা করি, আগামী মৌসুম থেকেই লিখিত চুক্তির মাধ্যমে ঘরোয়া ক্রিকেট খেলবে খেলোয়াড়েরা।’
বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তামিম এবার ২০ লাখ টাকায় নাম লিখিয়েছিলেন মোহামেডানে। কিন্তু ইনজুরির কারণে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র একটা ম্যাচ এবং আবাহনীর বিপক্ষে সে ম্যাচে তামিমের খেলা মুখোমুখি করে দিয়েছে বিসিবি এবং মোহামেডানকে। দুই পক্ষের বক্তব্য-পাল্টা বক্তব্যে সামনে চলে এসেছে একটা প্রশ্নই—ক্রিকেটাররা আসলে ক্লাবের না বোর্ডের?
এনায়েত হোসেন জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ঢাকা লিগের সব দলের জন্যই থাকবে একটা ‘কমন’ চুক্তিপত্র। জাতীয় স্বার্থের সঙ্গে ক্রিকেটার এবং ক্লাবের সুবিধা-অসুবিধা দেখে ঠিক হবে চুক্তির শর্তাবলি। ‘চিন্তাটা এখনো প্রাথমিক পর্যায়ে। সবার সঙ্গে আলোচনা করে চুক্তির শর্তাবলি ঠিক করা হবে। পরে সেটা বোর্ডে অনুমোদন করে সিসিডিএমের মাধ্যমে সব ক্লাবকে দেওয়া হবে। ভবিষ্যতে চুক্তির শর্ত মেনেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে ক্লাবগুলোকে’—বলেছেন এনায়েত হোসেন।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানিয়েছেন একই কথা, ‘চুক্তির শর্তাবলি ঠিক করতে প্রয়োজনে আমরা ক্রিকেটারদের প্রতিনিধিদেরও মতামত নেব। আশা করি, আগামী মৌসুম থেকেই লিখিত চুক্তির মাধ্যমে ঘরোয়া ক্রিকেট খেলবে খেলোয়াড়েরা।’
No comments