সোমালিয়ায় আত্মঘাতী বোমায় আহত আরেক মন্ত্রীর মৃত্যু
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর শামো হোটেলে গত বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় আহত ক্রীড়ামন্ত্রী সুলাইমান ওলাদ রোবল শনিবার নাইরোবিতে মারা গেছেন। এ নিয়ে ওই বোমা হামলায় দেশটির চারজন মন্ত্রী মারা গেলেন।
বৃহস্পতিবার শামো হোটেলে বানাদির বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় সরকারের শিক্ষা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে একজন সোমালি কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, গুরুতর আহত ক্রীড়ামন্ত্রী কেনিয়ার আগা খান হাসপাতালে মারা যান। রোবলকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে স্থানান্তর করা হয়েছিল। ওই হামলায় চারজন মন্ত্রীসহ মোট ২৪ জন নিহত হয়।
বৃহস্পতিবার শামো হোটেলে বানাদির বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে চালানো ওই আত্মঘাতী বোমা হামলায় সরকারের শিক্ষা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে একজন সোমালি কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, গুরুতর আহত ক্রীড়ামন্ত্রী কেনিয়ার আগা খান হাসপাতালে মারা যান। রোবলকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে স্থানান্তর করা হয়েছিল। ওই হামলায় চারজন মন্ত্রীসহ মোট ২৪ জন নিহত হয়।
No comments