বয়কটের পছন্দ আফ্রিদি
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে চার নম্বরে শহীদ আফ্রিদি। এক নম্বরে বাংলাদেশের সাকিব আল হাসান, পরের দুটি স্থানে ভারতের যুবরাজ সিং ও জ্যাক ক্যালিস। তবে এই তিনজনকে ছাপিয়ে ওয়ানডের বর্তমান সেরা অলরাউন্ডার হিসেবে জিওফ বয়কট বেছে নিচ্ছেন পাকিস্তানের আফ্রিদিকে।
না, অন্যের সঙ্গে তুলনা করেই আফ্রিদিকে সেরা বলেননি ইংল্যান্ডের সাবেক টেস্ট ওপেনার। আসলে আফ্রিদির খেলায় মুগ্ধ হয়েই তাঁকে সময়ের সেরা ওয়ানডে অলরাউন্ডার বলছেন বয়কট। অলরাউন্ডার, তবে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির মালিকের বোলিংটাই তাঁর ব্যাটিংয়ের চেয়ে আগে আসছে, ‘আফ্রিদি চমত্কার ক্রিকেটার। তাঁর খেলা দেখেতে আমার ভালো লাগে। এই খেলার ও একটা বড় চরিত্র, আনন্দদায়ী। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটে সে-ই সময়ের সেরা বোলিং অলরাউন্ডার।’ বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তাঁর বোলিংয়ে হিমশিম খায় জানিয়ে তিনি বললেন, ‘অনেক ব্যাটসম্যানই তার বোলিং বুঝতে পারে না। তাকে অসাধারণ এক রিস্ট স্পিনারই মনে করি আমি।’
বোলিংয়ের পাশাপাশি আফ্রিদির মারকাটারি ব্যাটিংয়েরও মুগ্ধ-দর্শক বয়কট, ‘আমার মনে হয়, তিন বলের বেশি ধৈর্য আফ্রিদির নেই। টানা দুই বলে ও যদি রান না পায়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন তৃতীয় বলে মজার একটা কিছু দেখবেন।’
না, অন্যের সঙ্গে তুলনা করেই আফ্রিদিকে সেরা বলেননি ইংল্যান্ডের সাবেক টেস্ট ওপেনার। আসলে আফ্রিদির খেলায় মুগ্ধ হয়েই তাঁকে সময়ের সেরা ওয়ানডে অলরাউন্ডার বলছেন বয়কট। অলরাউন্ডার, তবে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির মালিকের বোলিংটাই তাঁর ব্যাটিংয়ের চেয়ে আগে আসছে, ‘আফ্রিদি চমত্কার ক্রিকেটার। তাঁর খেলা দেখেতে আমার ভালো লাগে। এই খেলার ও একটা বড় চরিত্র, আনন্দদায়ী। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটে সে-ই সময়ের সেরা বোলিং অলরাউন্ডার।’ বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তাঁর বোলিংয়ে হিমশিম খায় জানিয়ে তিনি বললেন, ‘অনেক ব্যাটসম্যানই তার বোলিং বুঝতে পারে না। তাকে অসাধারণ এক রিস্ট স্পিনারই মনে করি আমি।’
বোলিংয়ের পাশাপাশি আফ্রিদির মারকাটারি ব্যাটিংয়েরও মুগ্ধ-দর্শক বয়কট, ‘আমার মনে হয়, তিন বলের বেশি ধৈর্য আফ্রিদির নেই। টানা দুই বলে ও যদি রান না পায়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন তৃতীয় বলে মজার একটা কিছু দেখবেন।’
No comments