আবারও পার পেয়ে গেলেন বোথা
এর আগেও দুবার তাঁর বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে ধরা পড়েছিল। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইয়োহান বোথার অ্যাকশন সম্প্রতি আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। এটি অবশ্য দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে। এবং এক সপ্তাহের ভেতর তিনি আবার ছাড়পত্রও পেলেন।
কিছুদিন আগে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট সুপার স্পোর্ট সিরিজে ডলফিনসের বিপক্ষে ওয়ারিয়র্সের ম্যাচে বোথা আর তাঁর ওয়ারিয়র্স সতীর্থ পেসার রাস্টি থেরনের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। দুই বোলারই পরে জাতীয় বোলিং কোচ ভিনসেন্ট বার্নেসের কাছে পরীক্ষা দেন। তৃতীয়বারের মতো ছাড়পত্র দেওয়া হয় বোথাকে।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোথার ‘দুসরা’ নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এর পর অস্ট্রেলিয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে দুসরা করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৭ বছর বয়সী বোথার অ্যাকশন প্রথমবার প্রশ্নবিদ্ধ হয় ২০০৬ সালে, তাঁর টেস্ট অভিষেকে।
কিছুদিন আগে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট সুপার স্পোর্ট সিরিজে ডলফিনসের বিপক্ষে ওয়ারিয়র্সের ম্যাচে বোথা আর তাঁর ওয়ারিয়র্স সতীর্থ পেসার রাস্টি থেরনের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। দুই বোলারই পরে জাতীয় বোলিং কোচ ভিনসেন্ট বার্নেসের কাছে পরীক্ষা দেন। তৃতীয়বারের মতো ছাড়পত্র দেওয়া হয় বোথাকে।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোথার ‘দুসরা’ নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এর পর অস্ট্রেলিয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে দুসরা করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৭ বছর বয়সী বোথার অ্যাকশন প্রথমবার প্রশ্নবিদ্ধ হয় ২০০৬ সালে, তাঁর টেস্ট অভিষেকে।
No comments