ক্যাম্বিয়াসোকে নিলেন ম্যারাডোনা
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থা যত খারাপ হচ্ছিল, ততই জোরালো দাবি উঠছিল—ক্যাম্বিয়াসোকে দলে নেওয়া হোক। সেই এস্তেবান ক্যাম্বিয়াসো অবশেষে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। খাদের কিনার থেকে উঠে এসে দক্ষিণ আফ্রিকার টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এবার আসল মঞ্চের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। এ লক্ষ্যেই ১৪ নভেম্বর ইউরোপ-সেরা স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলেই ইন্টার মিলানের মিডফিল্ডার ক্যাম্বিয়াসোকে রেখেছেন ম্যারাডোনা।
শুধু আর্জেন্টিনার সাধারণ মানুষই নয়, ইন্টারে দুর্দান্ত ছন্দে থাকা ক্যাম্বিয়াসোকে দলে নেওয়ার পরামর্শ ফুটবল-পণ্ডিতেরাও দিয়েছিলেন ম্যারাডোনাকে। এখন মনে হচ্ছে, তাঁদের কথা শুনতে শুরু করেছেন আর্জেন্টাইন ফুটবলের মহানায়ক। প্রায় এক বছর পর ক্যাম্বিয়াসোকে দলে ফিরিয়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যাম্বিয়াসোর সর্বশেষ ম্যাচটি এক বছর আগে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চিলির কাছে ০-১ গোলে হেরেছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা।
এ তো গেল কথা শোনার কথা। লেফট ব্যাকে আর্জেন্টিনার সমস্যা বহুদিন ধরে। বিশ্বকাপের মূল মঞ্চে এ সমস্যা যাতে না ভোগায়, ম্যারাডোনা এর জন্যও বিকল্প খুঁজছেন। তাই স্পেনের বিপক্ষে ম্যাচে দলে নিয়েছেন রাশিয়ার ক্লাব রুবিন কাজানের লেফট ব্যাক ক্রিস্টিয়ান আনসালডিকে। দলে একমাত্র নতুন মুখও তিনিই। ওয়েবসাইট।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক—সার্জিও রোমেরো, মারিয়ানো আন্ডুজার। ডিফেন্ডার—ফাব্রিসিও কলোকিনি, গাব্রিয়েল হেইঞ্জ, মার্টিন ডেমিকেলিস, নিকোলাস পারেজা, ক্রিস্টিয়ান আনসালডি। মিডফিল্ডার—হাভিয়ের মাচেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, ফার্নান্দো গ্যাগো, ম্যাক্সিমিলানো রদ্রিগেজ, জোনাস গুতিয়েরেজ, পাবলো আইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া। ফরোয়ার্ড—লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। খাদের কিনার থেকে উঠে এসে দক্ষিণ আফ্রিকার টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এবার আসল মঞ্চের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। এ লক্ষ্যেই ১৪ নভেম্বর ইউরোপ-সেরা স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলেই ইন্টার মিলানের মিডফিল্ডার ক্যাম্বিয়াসোকে রেখেছেন ম্যারাডোনা।
শুধু আর্জেন্টিনার সাধারণ মানুষই নয়, ইন্টারে দুর্দান্ত ছন্দে থাকা ক্যাম্বিয়াসোকে দলে নেওয়ার পরামর্শ ফুটবল-পণ্ডিতেরাও দিয়েছিলেন ম্যারাডোনাকে। এখন মনে হচ্ছে, তাঁদের কথা শুনতে শুরু করেছেন আর্জেন্টাইন ফুটবলের মহানায়ক। প্রায় এক বছর পর ক্যাম্বিয়াসোকে দলে ফিরিয়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যাম্বিয়াসোর সর্বশেষ ম্যাচটি এক বছর আগে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চিলির কাছে ০-১ গোলে হেরেছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা।
এ তো গেল কথা শোনার কথা। লেফট ব্যাকে আর্জেন্টিনার সমস্যা বহুদিন ধরে। বিশ্বকাপের মূল মঞ্চে এ সমস্যা যাতে না ভোগায়, ম্যারাডোনা এর জন্যও বিকল্প খুঁজছেন। তাই স্পেনের বিপক্ষে ম্যাচে দলে নিয়েছেন রাশিয়ার ক্লাব রুবিন কাজানের লেফট ব্যাক ক্রিস্টিয়ান আনসালডিকে। দলে একমাত্র নতুন মুখও তিনিই। ওয়েবসাইট।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক—সার্জিও রোমেরো, মারিয়ানো আন্ডুজার। ডিফেন্ডার—ফাব্রিসিও কলোকিনি, গাব্রিয়েল হেইঞ্জ, মার্টিন ডেমিকেলিস, নিকোলাস পারেজা, ক্রিস্টিয়ান আনসালডি। মিডফিল্ডার—হাভিয়ের মাচেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, ফার্নান্দো গ্যাগো, ম্যাক্সিমিলানো রদ্রিগেজ, জোনাস গুতিয়েরেজ, পাবলো আইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া। ফরোয়ার্ড—লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি।
No comments