দলবদলের প্রথম দিনটা নিরুত্তাপ
ফুটবলারদের দলবদলের প্রথম দিনে কোনো দলই বাফুফে ভবনে আসেনি। তবে মোহামেডান সূত্রে জানা গেছে, আগামীকাল তারা আনুষ্ঠানিকতা সারবে। আগামী ৬-৭ তারিখে আসতে পারে আবাহনী।
বিকেএসপিতে জাতীয় দলের চলমান ক্যাম্প থেকে খেলোয়াড়দের ছাড়বেন কি না কোচ ডিডো, এ নিয়ে অবশ্য সংশয় আছে। বিষয়টার একটা সুরাহা করতে বাফুফের হস্তক্ষেপ কামনা করেছে মোহামেডান। অনেক টাকায় দল গড়ে নিবন্ধনের সময় খেলোয়াড় না পেলে দলবদলই তো হয় না, এই অভিমত ক্লাব কর্মকর্তাদের।
কিন্তু ক্যাম্প চলাকালীন খেলোয়াড়দের ছাড়তে চান না ডিডো। সুপার কাপ জয়ের পর মোহামেডান যে অনুষ্ঠানটা করেছিল, সেখানে খোদ মোহামেডানের খেলোয়াড়দেরই আসতে দেবেন না বলে সাফ জানিয়েছিলেন। পরে বাফুফে সভাপতি অনেক দেনদরবার করার পর বরফ গলেছে।
বিকেএসপিতে জাতীয় দলের চলমান ক্যাম্প থেকে খেলোয়াড়দের ছাড়বেন কি না কোচ ডিডো, এ নিয়ে অবশ্য সংশয় আছে। বিষয়টার একটা সুরাহা করতে বাফুফের হস্তক্ষেপ কামনা করেছে মোহামেডান। অনেক টাকায় দল গড়ে নিবন্ধনের সময় খেলোয়াড় না পেলে দলবদলই তো হয় না, এই অভিমত ক্লাব কর্মকর্তাদের।
কিন্তু ক্যাম্প চলাকালীন খেলোয়াড়দের ছাড়তে চান না ডিডো। সুপার কাপ জয়ের পর মোহামেডান যে অনুষ্ঠানটা করেছিল, সেখানে খোদ মোহামেডানের খেলোয়াড়দেরই আসতে দেবেন না বলে সাফ জানিয়েছিলেন। পরে বাফুফে সভাপতি অনেক দেনদরবার করার পর বরফ গলেছে।
No comments