ইরানে বিক্ষোভকারীদের বিচারের তীব্র নিন্দা করলেন খাতামি
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ১০০ জনের বিরুদ্ধে যে বিচারকাজ চলছে, তার তীব্র নিন্দা করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি। এএফপি ও বিবিসি।
খাতামির ওয়েবসাইটে বলা হয়, এই মামলা ইরানের ইসলামিক প্রতিষ্ঠানের ওপর জনগণের যে আস্থা রয়েছে, সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একদল রাজনৈতিক কর্মী ও আইনজীবীর উদ্দেশে খাতামি বলেন, ‘আমি যতটুকু জানি, গতকাল যা হয়েছে সেটা সংবিধান, প্রচলিত আইন এবং নাগরিক অধিকারের পরিপন্থী।
খাতামির ওয়েবসাইটে বলা হয়, এই মামলা ইরানের ইসলামিক প্রতিষ্ঠানের ওপর জনগণের যে আস্থা রয়েছে, সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একদল রাজনৈতিক কর্মী ও আইনজীবীর উদ্দেশে খাতামি বলেন, ‘আমি যতটুকু জানি, গতকাল যা হয়েছে সেটা সংবিধান, প্রচলিত আইন এবং নাগরিক অধিকারের পরিপন্থী।
No comments