চার উইকেটকিপার!
১৯৮৬ সালের ইংল্যান্ড-নিউজিল্যান্ড লর্ডস টেস্ট। ব্যাটিংয়ের সময় রিচার্ড হ্যাডলির বলে আহত হলেন ইংল্যান্ডের নিয়মিত উইকেটকিপার ব্রুস ফ্রেঞ্চ। ম্যাচের দ্বিতীয় দিন উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়ালেন ব্যাটসম্যান বিল অ্যাথে। তবে মাত্র দুই ওভার পরই স্পনসরের চাহিদায় মাঠে আসা ৪৫ বছর বয়সী বব টেলরকে ধরে এনে দেওয়া হলো কিপিংয়ের দায়িত্ব। তৃতীয় দিনে কিপিং করলেন ববি পার্কস। শেষ দিনে শেষ বলটির জন্য আবার গ্লাভস হাতে নিলেন ফ্রেঞ্চ। মজার ব্যাপার হলো এক টেস্টে ইংল্যান্ডের হয়ে চারজন কিপিং করলেও কেউ কোনো ক্যাচ নিতে পারেননি!
No comments