দক্ষিণ আফ্রিকার পৌর কর্মচারীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণ আফ্রিকায় পৌর কর্মচারীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মজুরি বাড়ানোর দাবিতে প্রায় দেড় লাখ কর্মচারী এক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে আসছিলেন। সরকার শতকরা ১৩ ভাগ মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গত শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে। শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
দক্ষিণ আফ্রিকার পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাথানদেকি এনহলাপো বলেছেন, ‘সরকার আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’ কাল সোমবার থেকে কর্মচারীরা কর্মস্থলে যোগ দেবেন বলেও উল্লেখ করেন তিনি।
মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত কর্মচারীরা এক সপ্তাহ ধরে ময়লা সংগ্রহ বন্ধ রাখেন, বাস চলাচলও ছিল বন্ধ, কাজ করেননি স্থানীয় পুলিশ সদস্যরাও।
এ ধর্মঘটে প্রেসিডেন্ট জ্যাকব জুমার সরকার বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। জুমা গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দক্ষিণ আফ্রিকার পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাথানদেকি এনহলাপো বলেছেন, ‘সরকার আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’ কাল সোমবার থেকে কর্মচারীরা কর্মস্থলে যোগ দেবেন বলেও উল্লেখ করেন তিনি।
মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত কর্মচারীরা এক সপ্তাহ ধরে ময়লা সংগ্রহ বন্ধ রাখেন, বাস চলাচলও ছিল বন্ধ, কাজ করেননি স্থানীয় পুলিশ সদস্যরাও।
এ ধর্মঘটে প্রেসিডেন্ট জ্যাকব জুমার সরকার বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। জুমা গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
No comments