ভারতের নতুন পররাষ্ট্রসচিব নিরুপমা রাও
ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নিরুপমা রাও। তিনি সাবেক পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেননের স্থলাভিষিক্ত হলেন। গতকাল শনিবার তিনি নতুন কর্মক্ষেত্রে যোগদান করেন।
নিরুপমা রাও এমন একসময় এই পদে যোগ দিলেন, যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে এই টানাপোড়েন আরও বেড়ে যায়।
নিরুপমা রাও (৫৮) গতকাল নতুন পদে যোগদান করে এক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা এবং জাতীয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কূটনীতি মুখ্য ভূমিকা পালন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের অনেক দিকেই নজর রাখতে হয়। এটা আঞ্চলিক ও বহির্বিশ্ব উভয় ক্ষেত্রেই। এটা সফল করাই এখন প্রধান কর্তব্য।’
নিরুপমা রাও ১৯৭৩ সালে আইএফএস পরীক্ষা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। সচিব হিসেবে যোগদানের আগে তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
নিরুপমা রাও এমন একসময় এই পদে যোগ দিলেন, যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে এই টানাপোড়েন আরও বেড়ে যায়।
নিরুপমা রাও (৫৮) গতকাল নতুন পদে যোগদান করে এক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা এবং জাতীয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কূটনীতি মুখ্য ভূমিকা পালন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের অনেক দিকেই নজর রাখতে হয়। এটা আঞ্চলিক ও বহির্বিশ্ব উভয় ক্ষেত্রেই। এটা সফল করাই এখন প্রধান কর্তব্য।’
নিরুপমা রাও ১৯৭৩ সালে আইএফএস পরীক্ষা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। সচিব হিসেবে যোগদানের আগে তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
No comments