তোমাদের জন্য ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা
মা-বাবার জন্য ঈদকার্ডের নকশা করে তোমরা
জিতে নিতে পারো পুরস্কার। তোমাদের পাঠানো নকশা থেকে সেরা ১০টি নকশা বাছাই
করবেন দেশবরেণ্য শিল্পীরা। এই ১০টি নকশা ছাপা হবে প্রথম আলোয়।
আর
এই নকশাগুলো দিয়ে তৈরি ঈদকার্ডগুলো পৌঁছে যাবে পাঠকের কাছে প্রথম আলো
ঈদসংখ্যার সঙ্গে। এ ছাড়া এই ১০ জনের প্রত্যেকেই উপহার হিসেবে পাবে ১০ হাজার
টাকার বই। ‘হরলিকস-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’ শীর্ষক
শিশু-কিশোরদের জন্য এই আয়োজন করছে প্রথম আলো। সহযোগিতা করছে
গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হরলিকস।
এতে অংশ নেওয়ার নিয়ম হলো:
অংশ নিতে পারবে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরেরা।
প্রতিযোগিতা হবে দুটি বিভাগে। ‘ক’ বিভাগে ১০ বছর বয়স পর্যন্ত এবং ‘খ’ বিভাগে ১১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরেরা অংশ নিতে পারবে।
এ৪ আকারের সাদা কাগজে ঈদকার্ডের জন্য তার নকশা (ড্রয়িং) আঁকতে হবে। কাগজটির অপর পৃষ্ঠায় লিখতে হবে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, বয়স, স্কুল, শ্রেণী ও ফোন নম্বর।
ড্রয়িংটি সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে ‘ঈদকার্ড প্রতিযোগিতা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’—এই ঠিকানায়।
অথবা স্ক্যান করে ই-মেইলেও পাঠানো যাবে, ঠিকানা: horlicks.gollachut@gmail.com।
অংশগ্রহণের শেষ তারিখ ১৬ জুলাই।
এতে অংশ নেওয়ার নিয়ম হলো:
অংশ নিতে পারবে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরেরা।
প্রতিযোগিতা হবে দুটি বিভাগে। ‘ক’ বিভাগে ১০ বছর বয়স পর্যন্ত এবং ‘খ’ বিভাগে ১১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরেরা অংশ নিতে পারবে।
এ৪ আকারের সাদা কাগজে ঈদকার্ডের জন্য তার নকশা (ড্রয়িং) আঁকতে হবে। কাগজটির অপর পৃষ্ঠায় লিখতে হবে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, বয়স, স্কুল, শ্রেণী ও ফোন নম্বর।
ড্রয়িংটি সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে ‘ঈদকার্ড প্রতিযোগিতা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’—এই ঠিকানায়।
অথবা স্ক্যান করে ই-মেইলেও পাঠানো যাবে, ঠিকানা: horlicks.gollachut@gmail.com।
অংশগ্রহণের শেষ তারিখ ১৬ জুলাই।
No comments