হোয়াইট হাউসের হুঁশিয়ারি-কট্টর ডানপন্থীদের স্বার্থে অভিবাসন বিল আটকাবেন না
শুধু 'কট্টর ডানপন্থী' রাজনীতিকদের
সন্তুষ্ট করতে প্রতিনিধি পরিষদে অভিবাসন সংস্কার বিলের বিরুদ্ধে অবস্থান না
নিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস। গত বুধবার
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি সতর্ক করেন, অভিবাসন বিল আটকে দেওয়ার
পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না।
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত
অভিবাসন সংস্কার বিল গত মাসে সিনেটে অনুমোদিত হয়। তবে নিম্নকক্ষ প্রতিনিধি
পরিষদের রিবাপলিকান সদস্যরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এক কোটিরও বেশি বিদেশিকে শর্তপূরণ
সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবকে তাঁরা 'দায়মুক্তি' বলে অভিহিত
করেছেন।
গত বুধবার জে কারনি বলেন, 'অভিবাসন সংস্কার বিল পাস করিয়ে নেওয়ার কাজটি খুবই কঠিন। তবে এর পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। কট্টর ডানপন্থীদের স্বার্থে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশের এই বিল আটকে দেওয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক বা অর্থনৈতিকভাবেও তা যুক্তিসংগত হবে না।' সূত্র : এএফপি।
গত বুধবার জে কারনি বলেন, 'অভিবাসন সংস্কার বিল পাস করিয়ে নেওয়ার কাজটি খুবই কঠিন। তবে এর পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। কট্টর ডানপন্থীদের স্বার্থে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশের এই বিল আটকে দেওয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক বা অর্থনৈতিকভাবেও তা যুক্তিসংগত হবে না।' সূত্র : এএফপি।
No comments