বসনিয়ার 'স্রেবরেনিচা গণহত্যা' এর ১৮তম বার্ষিকী
বসনিয়ার 'স্রেবরেনিচা গণহত্যা' ইউরোপের
ইতিহাসের অন্যতম নৃশংসতা হিসেবে বিবেচিত। গতকাল ছিল এই নির্মমতার ১৮তম
বার্ষিকী। ১৯৯৫ সালের ১১ থেকে ২২ জুলাইয়ের মধ্যে স্রেবরেনিচা গ্রামে
সার্বদের হামলায় প্রায় আট হাজার মুসলিম নিহত হয়।
নিখোঁজ
অনেকের মৃতদেহ অনেক বছর পর কয়েকটি বধ্যভূমিতে পাওয়া যায়। তাদের শনাক্ত করে
পুনরায় সমাহিত করছে জাতিসংঘ। গতকাল স্রেবরেনিচা পোটোকারি সমাধিক্ষেত্রে ৪০৯
জনের দেহাবশেষ সমাহিত করা হয়। এদের মধ্যে সদ্যোজাত এক শিশুর দেহাবশেষও
আছে। ছবি : এএফপি
No comments