কার্তিক ঝড়ে ম্যাচ পাঞ্জাবের
মাহেলা জয়াবর্ধনে খেললেন ৭৬ রানের ইনিংস। অধিনায়কের ব্যাটের উপর ভর করে কোচি টাস্কার্সের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৮ রান। ১৭৯ রানের লক্ষ্যটা পাঞ্জাবের মতো দলের কাছে সহজ ছিল না মোটেই। তবে ব্যাটে ঝড় তুলে কঠিন ম্যাচকে সহজ করে দেন দিনেশ কার্তিক।
৩৩ বলে ৬৯ রান—৭ চার, ৫ ছয়! শন মার্শ দলীয় সংগ্রহে যোগ করেন ৪২ রান। এতেই অনেকটা জয় নিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত জয়টা আসে ৬ উইকেটে, ৭ বল বাকি থাকতে।
এ জয়ের সুবাদে শুক্রবার পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকায় পাঞ্জাবের অবস্থান ষষ্ঠ। দলটির অর্জন ১১ ম্যাচের ১০ পয়েন্ট। ১২ ম্যাচে সমান ১০ পয়েন্ট অর্জন করা কোচির অবস্থান পাঞ্জাবের ঠিক পরই।
৩৩ বলে ৬৯ রান—৭ চার, ৫ ছয়! শন মার্শ দলীয় সংগ্রহে যোগ করেন ৪২ রান। এতেই অনেকটা জয় নিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত জয়টা আসে ৬ উইকেটে, ৭ বল বাকি থাকতে।
এ জয়ের সুবাদে শুক্রবার পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকায় পাঞ্জাবের অবস্থান ষষ্ঠ। দলটির অর্জন ১১ ম্যাচের ১০ পয়েন্ট। ১২ ম্যাচে সমান ১০ পয়েন্ট অর্জন করা কোচির অবস্থান পাঞ্জাবের ঠিক পরই।
No comments