দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড
‘মৃত্যুশিবির’ বলে পরিচিত জার্মানির নাৎসি বন্দীশিবিরের সাবেক রক্ষী জন দেমজানজুককে (৯১) গতকাল বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন মিউনিখের একটি আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই বন্দী শিবিরে প্রায় ৩০ হাজার লোকের হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
মিউনিখের ওই আদালতের বিচারক র্যাল্ফ অ্যাল্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেমজানজুক সবিবর ডেথ ক্যাম্পের রক্ষী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক যুক্তরাষ্ট্রে বাস করেন দেমজানজুক। ২০০৯ সালে তাঁকে জার্মানির কাছে প্রত্যর্পণ করে যুক্তরাষ্ট্র।
মিউনিখের ওই আদালতের বিচারক র্যাল্ফ অ্যাল্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেমজানজুক সবিবর ডেথ ক্যাম্পের রক্ষী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক যুক্তরাষ্ট্রে বাস করেন দেমজানজুক। ২০০৯ সালে তাঁকে জার্মানির কাছে প্রত্যর্পণ করে যুক্তরাষ্ট্র।
No comments