উইলিয়ামের বিয়েতে থাকার ইচ্ছা ছিল
ব্রিটেনের ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন বলেছেন, প্রিন্স উইলিয়ামের বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া তাঁর জন্য ‘কঠিন’ ব্যাপার হলেও নিজেকে তিনি এই ভেবে সান্ত্বনা দিয়েছেন যে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানাও বিয়েতে উপস্থিত ছিলেন না। টক শো তারকা অপরাহ্ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্গুসন এ কথা বলেন।
৬ মে তাঁর এই সাক্ষাৎকার রেকর্ড করা হয়। গতকাল বুধবার তা যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে প্রচার করার কথা।
সারাহ ফার্গুসন ব্রিটিশ রাজপরিবারের সাবেক বধূ। তিনি রানির ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী ছিলেন। বিয়েতে তিনি আমন্ত্রণ না পেলেও তাঁর দুই মেয়ে প্রিন্সেস বিয়েত্রিস ও প্রিন্সেস ইউজিন প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে উপস্থিত ছিলেন।
কী কারণে ফার্গুসনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি, তা জানা যায়নি। তবে এতে ফার্গুসন আশাহত হয়েছেন। তবে বিয়েতে তাঁকে নিমন্ত্রণ না করাটা ঠিক ছিল বলে তিনি মেনে নিয়েছেন। তিনি স্বীকার করেন, অতীতে কিছু ভুল করার কারণে নিজেকে তিনি নিজেই সমাজচ্যুত করেছেন।
৬ মে তাঁর এই সাক্ষাৎকার রেকর্ড করা হয়। গতকাল বুধবার তা যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে প্রচার করার কথা।
সারাহ ফার্গুসন ব্রিটিশ রাজপরিবারের সাবেক বধূ। তিনি রানির ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী ছিলেন। বিয়েতে তিনি আমন্ত্রণ না পেলেও তাঁর দুই মেয়ে প্রিন্সেস বিয়েত্রিস ও প্রিন্সেস ইউজিন প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে উপস্থিত ছিলেন।
কী কারণে ফার্গুসনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি, তা জানা যায়নি। তবে এতে ফার্গুসন আশাহত হয়েছেন। তবে বিয়েতে তাঁকে নিমন্ত্রণ না করাটা ঠিক ছিল বলে তিনি মেনে নিয়েছেন। তিনি স্বীকার করেন, অতীতে কিছু ভুল করার কারণে নিজেকে তিনি নিজেই সমাজচ্যুত করেছেন।
No comments