সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ব্যাপক বিক্ষোভ
সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা অবরোধ তুলে নেওয়ার দাবিতে গত বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়ে হোমস, দেরা ও বানিয়াস শহর থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, এ দিন আলেপ্পো ছাড়াও সিরিয়ার আরও বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। সেনাবাহিনী ও অজ্ঞাত বন্দুকধারীরা সারা দেশে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের গুলিতে অন্তত ১৯ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে।
নিহতদের মধ্যে আট বছরের একটি বালক রয়েছে বলে সিরিয়ার ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রধান আমর কুরাবি জানিয়েছেন।
মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, এ দিন আলেপ্পো ছাড়াও সিরিয়ার আরও বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। সেনাবাহিনী ও অজ্ঞাত বন্দুকধারীরা সারা দেশে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের গুলিতে অন্তত ১৯ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে।
নিহতদের মধ্যে আট বছরের একটি বালক রয়েছে বলে সিরিয়ার ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রধান আমর কুরাবি জানিয়েছেন।
No comments