পাকিস্তানের শুভসূচনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজের সূচনাটাও ভালোভাবেই করেছে সফরকারী পাকিস্তান। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন শেষে মাত্র ২০৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অফস্পিনার সাঈদ আজমল মাত্র ৬৩ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারটি উইকেট।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। ষষ্ঠ ওভারেই ওপেনার ডেভন স্মিথের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামলে নিয়েছিলেন লেন্ডি সিমন্স ও ড্যারেন ব্রাভো। কিন্তু দলীয় ৭১ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ব্রাভো। তৃতীয় উইকেটে জুটিতে অনেকক্ষণ উইকেটে থেকে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান ও শিবনারায়ণ চন্দরপল। ৫৫তম ওভারে ২৩ রান করে সারওয়ান সাজঘরে ফেরার পরই শুরু হয় উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়। এরপর বড় আর কোনো জুটি গড়তে পারেননি কেউই। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া করতে থাকেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০৯ রানে নয় উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকেরা। দিন শেষে ১৬ রান করে অপরাজিত ছিলেন কুমার রোচ। ১০ রান নিয়ে ব্যাট করছেন দেবেন্দ্র বিশু।
মোহাম্মদ হাফিজ ও আবদুর রেহমান নিয়েছেন দুটি করে উইকেট।

No comments

Powered by Blogger.