জানেত্তির এক হাজার
‘১৯৯৫ সাল থেকে আজ, অশ্রু থেকে শিরোপা পর্যন্ত; তোমাকে নিয়ে আমরা সহস্রবার গর্ব করি।’
পরশু সান সিরোর স্টেডিয়ামে শোভা পেল এই ব্যানার। যাঁকে উদ্দেশ করে ইন্টার মিলানের সমর্থকেরা এই ব্যানার বানিয়েছেন, তিনি তখন আবেগকে মাঠের বাইরে রেখে এসে আগলে যাচ্ছেন রক্ষণ। নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারে সহস্রতম ম্যাচেও এতটাই পেশাদার হাভিয়ের জানেত্তি!
১০০০তম ম্যাচটায় একটা উপহারও পেয়ে গেলেন এই আর্জেন্টাইন। ইতালিয়ান কাপের সেমিফাইনালে ফিরতি লেগে রোমার সঙ্গে অবশ্য ১-১ গোলে ড্র করেছে ইন্টার। কিন্তু প্রথম লেগে রোমার মাঠ থেকে জিতে আসার সুবাদে ফাইনালে চলে গেল কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তিনটা শিরোপা হাতে তোলা জানেত্তির। এবার কেবল একটা ট্রফিই জেতার সম্ভাবনা থাকল। ২৯ মে কাপ ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ পালের্মো।
৩৭ বছর বয়সী চিরতরুণ এই ডিফেন্ডার অবশ্য খেলা শেষেই হয়ে গেলেন আবেগময়। ‘সবাইকে ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই ধন্যবাদ জানাই স্ত্রী পলা এবং আমার বাচ্চাদের; আজ যারা গ্যালারিতে এসেছে। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ফাইনালে যেতে পারছি। এখন উৎসব করাই যায়’—বলেছেন জানেত্তি।
পরশু সান সিরোর স্টেডিয়ামে শোভা পেল এই ব্যানার। যাঁকে উদ্দেশ করে ইন্টার মিলানের সমর্থকেরা এই ব্যানার বানিয়েছেন, তিনি তখন আবেগকে মাঠের বাইরে রেখে এসে আগলে যাচ্ছেন রক্ষণ। নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারে সহস্রতম ম্যাচেও এতটাই পেশাদার হাভিয়ের জানেত্তি!
১০০০তম ম্যাচটায় একটা উপহারও পেয়ে গেলেন এই আর্জেন্টাইন। ইতালিয়ান কাপের সেমিফাইনালে ফিরতি লেগে রোমার সঙ্গে অবশ্য ১-১ গোলে ড্র করেছে ইন্টার। কিন্তু প্রথম লেগে রোমার মাঠ থেকে জিতে আসার সুবাদে ফাইনালে চলে গেল কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তিনটা শিরোপা হাতে তোলা জানেত্তির। এবার কেবল একটা ট্রফিই জেতার সম্ভাবনা থাকল। ২৯ মে কাপ ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ পালের্মো।
৩৭ বছর বয়সী চিরতরুণ এই ডিফেন্ডার অবশ্য খেলা শেষেই হয়ে গেলেন আবেগময়। ‘সবাইকে ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই ধন্যবাদ জানাই স্ত্রী পলা এবং আমার বাচ্চাদের; আজ যারা গ্যালারিতে এসেছে। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ফাইনালে যেতে পারছি। এখন উৎসব করাই যায়’—বলেছেন জানেত্তি।
No comments