পাতো, নিলমার, আলভেজ জেতালেন ব্রাজিলকে
আলেক্সান্দ্রে পাতো ও নিলমারকে বলা হচ্ছে ‘নতুন ব্রাজিল’-এর সারথি। কেন বলা হচ্ছে, তা কাল ভালো টের পেলেন ইরানের খেলোয়াড়েরা। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটিতে পাতো, নিলমার ও দানি আলভেজের গোলে ৩-০ ব্যবধানে ইরানকে প্রীতি ম্যাচে হারিয়েছে ব্রাজিল।
১৪ মিনিটে ব্রাজিলের প্রথম গোলটি করেছিলেন বার্সেলোনা তারকা আলভেজ।
খেলার ৬৮ মিনিটে পাতো ও একেবারে শেষ মিনিটে নিলমার আরও দুটো পেরেক ঠুকে দিয়েছেন ইরানের স্কোরশিটে।
১৪ মিনিটে ব্রাজিলের প্রথম গোলটি করেছিলেন বার্সেলোনা তারকা আলভেজ।
খেলার ৬৮ মিনিটে পাতো ও একেবারে শেষ মিনিটে নিলমার আরও দুটো পেরেক ঠুকে দিয়েছেন ইরানের স্কোরশিটে।
No comments