ইকুয়েডরে বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ৪০ পুলিশ আটক
ইকুয়েডরে গত সপ্তাহে পুলিশি বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে ৪০ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে বিদ্রোহের চেষ্টা করে ইকুয়েডরের পুলিশ ও সেনাবাহিনীর একাংশ। বিদ্রোহীরা প্রেসিডেন্ট কোরেয়াকে একটি হাসপাতালে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়।
প্রেসিডেন্ট রাফায়েল জানান, বিদ্রোহের সঙ্গে জড়িতদের আটক করে সাজা দেওয়া হবে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে বিদ্রোহ ছিল রাজনৈতিক ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।’
প্রেসিডেন্ট বলেন, কট্টর ডানপন্থী আধাসামরিক বাহিনী গড়ে তুলতে কর্মকর্তারা ষড়যন্ত্র করছেন।
প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে বিদ্রোহের চেষ্টা করে ইকুয়েডরের পুলিশ ও সেনাবাহিনীর একাংশ। বিদ্রোহীরা প্রেসিডেন্ট কোরেয়াকে একটি হাসপাতালে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়।
প্রেসিডেন্ট রাফায়েল জানান, বিদ্রোহের সঙ্গে জড়িতদের আটক করে সাজা দেওয়া হবে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে বিদ্রোহ ছিল রাজনৈতিক ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।’
প্রেসিডেন্ট বলেন, কট্টর ডানপন্থী আধাসামরিক বাহিনী গড়ে তুলতে কর্মকর্তারা ষড়যন্ত্র করছেন।
No comments