এক নম্বরে ক্যারোলিন ওজনিয়াকি
চায়না ওপেনে পেত্রা ভিতোভাকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। আর এ জয়ের মধ্য দিয়ে সেরেনা উইলিয়ামসকে সরিয়ে মেয়েদের টেনিসে প্রথম স্থানে চলে এসেছেন ওজনিয়াকি। ১৯৭৫ সালে এই র্যাঙ্কিং শুরু হওয়ার পর ওজনিয়াকি ২০তম টেনিস তারকা হিসেবে পৌঁছালেন এ শীর্ষস্থানে।
নতুন এই র্যাঙ্কিং ঘোষণার পর উচ্ছ্বসিত ওজনিয়াকি বলেছেন, ‘এটা আমার জন্য একটা বিশাল ধাপ। এক নম্বর হওয়া আমার সব সময়ের স্বপ্ন।’ কিন্তু র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেও এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ নিতে পারেননি এ ২০ বছর বয়সী টেনিস তারকা। গত দুই বছরে সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ও রাশিয়ার দিনারা সাফিনার পর তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার গ্র্যান্ড স্লাম শিরোপা জয় ওজনিয়াকির পরবর্তী লক্ষ্য।
চায়না ওপেনের অন্যান্য ম্যাচে ভেরা জভোনারেভা ৫-৭, ৬-৪, ৬-২ সেটে মারিয়া কিরিলেঙ্কোকে এবং আনা ইভানোভিচ ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) সেটে হারিয়েছেন এলেনা ডিমেনটেভাকে।
নতুন এই র্যাঙ্কিং ঘোষণার পর উচ্ছ্বসিত ওজনিয়াকি বলেছেন, ‘এটা আমার জন্য একটা বিশাল ধাপ। এক নম্বর হওয়া আমার সব সময়ের স্বপ্ন।’ কিন্তু র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেও এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ নিতে পারেননি এ ২০ বছর বয়সী টেনিস তারকা। গত দুই বছরে সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ও রাশিয়ার দিনারা সাফিনার পর তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার গ্র্যান্ড স্লাম শিরোপা জয় ওজনিয়াকির পরবর্তী লক্ষ্য।
চায়না ওপেনের অন্যান্য ম্যাচে ভেরা জভোনারেভা ৫-৭, ৬-৪, ৬-২ সেটে মারিয়া কিরিলেঙ্কোকে এবং আনা ইভানোভিচ ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) সেটে হারিয়েছেন এলেনা ডিমেনটেভাকে।
No comments