পাকিস্তান দলে আবার মিসবাহ
৩৬ বছর বয়সে দল থেকে বাদ পড়েছিলেন। মিসবাহ-উল-হক তবু বলেছিলেন, ‘লড়াই চালিয়ে যাব।’ জয় হয়েছে তাঁরই, জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে। চোটের কারণে দলে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল। সাবেক কোচ ইন্তিখাব আলমকে দেওয়া হয়েছে ম্যানেজারের দায়িত্ব। দেখা যেতে পারে নতুন কোনো চমকও। কারণ শহীদ আফ্রিদি দলে থাকলেও কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি! দুই টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও তিন টেস্টের সিরিজ ২৬ অক্টোবর শুরু আবুধাবি।
No comments