বরদুলইয়ে আবাহনীর প্রথম ম্যাচ আজ
xআসামের ৫৮তম বরদুলই ট্রফি ফুটবল টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচ খেলছে আবাহনী। প্রতিপক্ষ স্থানীয় দল রেজিমেন্টাল সেন্টার, যারা নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্থানীয় আরেক দল আসাম স্টেট ইলেকট্রিক স্পোর্টস ক্লাবকে।
ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে গুয়াহাটির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আবাহনী, রেজিমেন্টাল ও স্টেট ইলেকট্রিক স্পোর্টস আছে এক গ্রুপে। অন্য গ্রুপে নেপালের থ্রিস্টার, স্থানীয় দল শিলং লাজং ও আসাম পুলিশ।
এদিকে আবাহনী দুই দিন আগে আসাম গেলেও তাদের চার বিদেশি ভিসা জটিলতায় ম্যাচের আগের দিনও বাংলাদেশেই পড়ে ছিলেন। গতকাল তাঁদের ভিসা পাওয়ার কথা ছিল। ভিসা পেলে আজ সকালে চার ঘানাইয়ান আউডু ইব্রাহিম, সামাদ ইউসুফ, ইউসুফ আমিনু ও থুয়াম ফ্রাঙ্ক আসাম যাবেন। অপেক্ষায় থেকেও বিদেশিদের সঙ্গে নিতে না পেরে অগত্যা ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) কাল চলে গেছেন আসাম।
ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে গুয়াহাটির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আবাহনী, রেজিমেন্টাল ও স্টেট ইলেকট্রিক স্পোর্টস আছে এক গ্রুপে। অন্য গ্রুপে নেপালের থ্রিস্টার, স্থানীয় দল শিলং লাজং ও আসাম পুলিশ।
এদিকে আবাহনী দুই দিন আগে আসাম গেলেও তাদের চার বিদেশি ভিসা জটিলতায় ম্যাচের আগের দিনও বাংলাদেশেই পড়ে ছিলেন। গতকাল তাঁদের ভিসা পাওয়ার কথা ছিল। ভিসা পেলে আজ সকালে চার ঘানাইয়ান আউডু ইব্রাহিম, সামাদ ইউসুফ, ইউসুফ আমিনু ও থুয়াম ফ্রাঙ্ক আসাম যাবেন। অপেক্ষায় থেকেও বিদেশিদের সঙ্গে নিতে না পেরে অগত্যা ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) কাল চলে গেছেন আসাম।
No comments