নাইজেরিয়ায় কারাগারে ‘জঙ্গি’ হামলা, ৮০০ কয়েদির পলায়ন
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বাউচি প্রদেশে এক দল বন্দুকধারী একটি জেলখানায় হামলা চালিয়ে প্রায় ৮০০ উগ্রপন্থী মুসলিম কয়েদিকে মুক্ত করে নিয়ে গেছে। সেখানকার বোকো হারাম নামের একটি উগ্রপন্থী ইসলামি গ্রুপ ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাউচির প্রাদেশিক পুলিশ কমিশনার দানলামি ইয়ার আদুয়া বলেছেন, গত মঙ্গলবার অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী জেলখানায় হামলা চালায়। তারা তালা ভেঙে কয়েদিদের নিয়ে যায়। যাওয়ার আগে তারা জেলখানায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
বাউচির প্রাদেশিক পুলিশ কমিশনার দানলামি ইয়ার আদুয়া বলেছেন, গত মঙ্গলবার অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী জেলখানায় হামলা চালায়। তারা তালা ভেঙে কয়েদিদের নিয়ে যায়। যাওয়ার আগে তারা জেলখানায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
No comments