ইউএস ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল
প্রথম ইউএস ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে স্বদেশি ফার্নান্দো ভার্দাস্কোকে ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর এ তারকা।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেও এখন পর্যন্ত কোনোবারই ফাইনালের টিকিট পাননি নাদাল। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার মিখাইল ওজনির।
২০১০ সালে থেকে এ পর্যন্ত দুটি গ্রান্ডস্ল্যাম জিতেছেন নাদাল। ইউএস ওপেন শিরোপা জিততে পারলে টানা তিনটি গ্রান্ডস্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়ে নাম লেখানোর সুযোগ পাবেন রজার ফেদেরার, পিট সাম্প্রাস ও রড লাভেরের পাশে। তবে এখনো অত দূরে দৃষ্টি নেই টেনিসের এক নম্বর তারকার।
‘আমি সব সময়ই পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিই’, বলেছেন নাদাল।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেও এখন পর্যন্ত কোনোবারই ফাইনালের টিকিট পাননি নাদাল। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার মিখাইল ওজনির।
২০১০ সালে থেকে এ পর্যন্ত দুটি গ্রান্ডস্ল্যাম জিতেছেন নাদাল। ইউএস ওপেন শিরোপা জিততে পারলে টানা তিনটি গ্রান্ডস্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়ে নাম লেখানোর সুযোগ পাবেন রজার ফেদেরার, পিট সাম্প্রাস ও রড লাভেরের পাশে। তবে এখনো অত দূরে দৃষ্টি নেই টেনিসের এক নম্বর তারকার।
‘আমি সব সময়ই পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিই’, বলেছেন নাদাল।
No comments