ম্যাচ জেতালেন বোলার সাকিব
প্রথম ম্যাচেই সেঞ্চুরির সুযোগ নষ্ট হয়েছিল। তার পর থেকে ছোটখাটো কিছু ইনিংস খেলছিলেন, দু-তিনটি করে উইকেট পাচ্ছিলেন, নজরকাড়া পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের।
অবশেষে সারের বিপক্ষে চার দিনের ম্যাচে উস্টারশায়ারের হয়ে ৪২ রানে ৬ উইকেট নিলেন। সাকিবের এই বোলিং-তাণ্ডবেই সারের বিপক্ষে ২৩৮ রানে জিতেছে উস্টার।
৩৬৯ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে সারে। বিনা উইকেটে ৫৭ রান তোলা সারে ২ রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারিয়ে পড়ে যায় বিপাকে। পরপর দুই ওভারে ল্যান্সফিল্ড, মেকার ও রামপ্রকাশের উইকেট তিনটি নেন সাকিব। পরে আরেক ওভারেও ২ উইকেট নেন। শেষ পর্যন্ত ক্রিস টেমলেটকে এলবিডব্লু করে ১৩০ রানে গুটিয়ে দিয়েছেন সারের ইনিংস।
অবশেষে সারের বিপক্ষে চার দিনের ম্যাচে উস্টারশায়ারের হয়ে ৪২ রানে ৬ উইকেট নিলেন। সাকিবের এই বোলিং-তাণ্ডবেই সারের বিপক্ষে ২৩৮ রানে জিতেছে উস্টার।
৩৬৯ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে সারে। বিনা উইকেটে ৫৭ রান তোলা সারে ২ রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারিয়ে পড়ে যায় বিপাকে। পরপর দুই ওভারে ল্যান্সফিল্ড, মেকার ও রামপ্রকাশের উইকেট তিনটি নেন সাকিব। পরে আরেক ওভারেও ২ উইকেট নেন। শেষ পর্যন্ত ক্রিস টেমলেটকে এলবিডব্লু করে ১৩০ রানে গুটিয়ে দিয়েছেন সারের ইনিংস।
No comments