নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দল ঘোষণা
বিশ্বকাপের নয়, আপাতত নিউজিল্যান্ড সিরিজের জন্যই ২৬ সদস্যের প্রাথমিক দল দিল নির্বাচক কমিটি। দলে নেই আফতাব আহমেদ ও অলক কাপালি। তবে প্রায় দুই বছর পর ডাক পেয়েছেন চট্টগ্রামের আরেক ব্যাটসম্যান নাজিমউদ্দিন। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামীকাল বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচ জেমি সিডন্সের কাছে রিপোর্ট করতে হবে।
ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলে আসা দল আর কন্ডিশনিং ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই হয়েছে প্রাথমিক তালিকা। কাল প্রথম দিনে ক্রিকেটারদের নিয়ে একটা সভা করবেন সিডন্স। অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। মূল অনুশীলন শুরু হবে ২২ আগস্ট থেকে। চলবে টানা ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঈদের ছুটির পর আবার অনুশীলন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। এর আগে ৭ বা ৮ সেপ্টেম্বরই ঘোষণা হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজের মূল দল। নিউজিল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা ২৯ সেপ্টেম্বর। পাঁচ ওয়ানডের সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর।
প্রাথমিক দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রবিউল ইসলাম, শামসুর রহমান ও সগীর হোসেন।
ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলে আসা দল আর কন্ডিশনিং ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই হয়েছে প্রাথমিক তালিকা। কাল প্রথম দিনে ক্রিকেটারদের নিয়ে একটা সভা করবেন সিডন্স। অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। মূল অনুশীলন শুরু হবে ২২ আগস্ট থেকে। চলবে টানা ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঈদের ছুটির পর আবার অনুশীলন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। এর আগে ৭ বা ৮ সেপ্টেম্বরই ঘোষণা হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজের মূল দল। নিউজিল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা ২৯ সেপ্টেম্বর। পাঁচ ওয়ানডের সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর।
প্রাথমিক দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রবিউল ইসলাম, শামসুর রহমান ও সগীর হোসেন।
No comments