ইমদাদুলের আক্ষেপ এক পয়েন্টের
অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়ে গেল ইমদাদুল হকের (মিলন)। না, এককে নয়—মিশ্র দ্বৈতে হেরে গেছেন বাংলাদেশের তীরন্দাজ। মিশ্র দ্বৈতে তাঁর সঙ্গী ছিল স্পেনের মেয়ে অ্যালারকন। এই দুজন জুটি বেঁধে ভালোই খেলছিলেন কিন্তু শ্যুট-অফে গিয়ে মোহাম্মদ-আনসাল জুটির কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হারতে হয়েছে তাঁদের।
ব্রোঞ্জ পদকের ওই ম্যাচে ৩৬ স্কোর গড়ে প্রথম সেটটি জেতে ইমদাদুল-অ্যালারকন জুটি। পরের সেটে দুদলই করে ৩৫। এরপর টানা দুটি সেট হারলেও পরের সেটটি জিতে ম্যাচটি নিয়ে যায় শ্যুট-অফে। সেখানে ২০ পয়েন্টের মধ্যে ১৯ স্কোর করেন ইমদাদুল-অ্যালারকন। কিন্তু ২০-এ ২০ করে ব্রোঞ্জ জেতে মোহাম্মদ-আনসাল জুটি। ১ পয়েন্টের ব্যবধানে হেরে হতাশ ইমদাদুল। কাল টেলিফোনে সিঙ্গাপুর থেকে জানালেন, ‘খুব খারাপ লাগছে। স্পেনের মেয়েটার জন্য শেষ পর্যন্ত হারতে হয়েছে। তবে ম্যাচটা দারুণ হয়েছে।’
এর আগে এই জুটি এলিমিনেশন রাউন্ডে হারায় ওঝনি-ইলমাজ জুটিকে। কোয়ার্টার ফাইনালে জেতেন ইনগ্লে-কোইবা জুটির বিপক্ষে। সেমিফাইনালে পরসকে-রাজ জুটির কাছে হেরে লড়তে হয়েছে ব্রোঞ্জ পদকের জন্য। মিশ্র দ্বৈতে হারলেও এককে পদক জিততে চান ইমদাদুল। এ জন্য দুই বেলা জোর প্র্যাকটিস করছেন। জানালেন, ‘আগামী ২১ আগস্ট এককের কোয়ার্টার ফাইনাল। মাঝখানে দুই দিন সময়টা কাজে লাগাতে চাই।’
সাঁতারে কালও হতাশ করেছেন বাংলাদেশের সোনিয়া আক্তার। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের দুই নম্বর হিটে ৬ জনের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। সময় নেন ১ মিনিট ১৪.৫২ সেকেন্ড। ওই হিটে প্রথম হয়েছেন গ্রেট ব্রিটেনের এলানর ফুলকনার।
ব্রোঞ্জ পদকের ওই ম্যাচে ৩৬ স্কোর গড়ে প্রথম সেটটি জেতে ইমদাদুল-অ্যালারকন জুটি। পরের সেটে দুদলই করে ৩৫। এরপর টানা দুটি সেট হারলেও পরের সেটটি জিতে ম্যাচটি নিয়ে যায় শ্যুট-অফে। সেখানে ২০ পয়েন্টের মধ্যে ১৯ স্কোর করেন ইমদাদুল-অ্যালারকন। কিন্তু ২০-এ ২০ করে ব্রোঞ্জ জেতে মোহাম্মদ-আনসাল জুটি। ১ পয়েন্টের ব্যবধানে হেরে হতাশ ইমদাদুল। কাল টেলিফোনে সিঙ্গাপুর থেকে জানালেন, ‘খুব খারাপ লাগছে। স্পেনের মেয়েটার জন্য শেষ পর্যন্ত হারতে হয়েছে। তবে ম্যাচটা দারুণ হয়েছে।’
এর আগে এই জুটি এলিমিনেশন রাউন্ডে হারায় ওঝনি-ইলমাজ জুটিকে। কোয়ার্টার ফাইনালে জেতেন ইনগ্লে-কোইবা জুটির বিপক্ষে। সেমিফাইনালে পরসকে-রাজ জুটির কাছে হেরে লড়তে হয়েছে ব্রোঞ্জ পদকের জন্য। মিশ্র দ্বৈতে হারলেও এককে পদক জিততে চান ইমদাদুল। এ জন্য দুই বেলা জোর প্র্যাকটিস করছেন। জানালেন, ‘আগামী ২১ আগস্ট এককের কোয়ার্টার ফাইনাল। মাঝখানে দুই দিন সময়টা কাজে লাগাতে চাই।’
সাঁতারে কালও হতাশ করেছেন বাংলাদেশের সোনিয়া আক্তার। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের দুই নম্বর হিটে ৬ জনের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। সময় নেন ১ মিনিট ১৪.৫২ সেকেন্ড। ওই হিটে প্রথম হয়েছেন গ্রেট ব্রিটেনের এলানর ফুলকনার।
No comments