মেগরাহির দেশে ফেরার বার্ষিকীতে ত্রিপোলিতে বর্ণাঢ্য আয়োজন
লকারবি বোমা হামলাকারী আবদেলবাসেত আল-মেগরাহির মুক্তির প্রথম বার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ত্রিপোলিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ৫০০ বিদেশি তরুণ-তরুণীকে জড়ো করেছেন। জাতিসংঘের যুব বর্ষ উদ্যাপনের জন্য তাদের লিবিয়ায় নেওয়া হয়েছে। কিন্তু এসব তরুণ-তরুণীকে আল-মেগরাহির দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেওয়া হতে পারে। সেখানে তাদের সঙ্গে যোগ দেবে লিবিয়ার আরও কয়েক হাজার তরুণ-তরুণী। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাসে করে এসব তরুণ-তরুণীকে দেশের বিভিন্ন স্থান থেকে ত্রিপোলিতে জড়ো করা হয়েছে।
মেগরাহির বিমান থেকে অবতরণের ভিডিও ফুটেজ অনুষ্ঠানস্থলে দেখানো হবে। লিবিয়ার কর্মকর্তারা বলেন, দৃশ্যটি দেখানোর সময় উচ্চ স্বরে উল্লাস প্রকাশ করার জন্য অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের উত্সাহিত করা হবে।
ত্রিপোলির গ্রিন স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সাইফ আল-ইসলাম যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর বাবা যোগ দেবেন কি না, তা জানা যায়নি।
দ্য ব্রিটিশ ইয়ুথ কাউন্সিলের একটি প্রতিনিধিদলকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ৫০০ বিদেশি তরুণ-তরুণীকে জড়ো করেছেন। জাতিসংঘের যুব বর্ষ উদ্যাপনের জন্য তাদের লিবিয়ায় নেওয়া হয়েছে। কিন্তু এসব তরুণ-তরুণীকে আল-মেগরাহির দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেওয়া হতে পারে। সেখানে তাদের সঙ্গে যোগ দেবে লিবিয়ার আরও কয়েক হাজার তরুণ-তরুণী। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাসে করে এসব তরুণ-তরুণীকে দেশের বিভিন্ন স্থান থেকে ত্রিপোলিতে জড়ো করা হয়েছে।
মেগরাহির বিমান থেকে অবতরণের ভিডিও ফুটেজ অনুষ্ঠানস্থলে দেখানো হবে। লিবিয়ার কর্মকর্তারা বলেন, দৃশ্যটি দেখানোর সময় উচ্চ স্বরে উল্লাস প্রকাশ করার জন্য অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের উত্সাহিত করা হবে।
ত্রিপোলির গ্রিন স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সাইফ আল-ইসলাম যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর বাবা যোগ দেবেন কি না, তা জানা যায়নি।
দ্য ব্রিটিশ ইয়ুথ কাউন্সিলের একটি প্রতিনিধিদলকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
No comments