সোয়ানের জন্য আইসিসির দুঃখপ্রকাশ
বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় তিনি ছিলেন। কিন্তু পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া সময়কালে যা পারফরম্যান্স, তাতে তো বর্ষসেরা ক্রিকেটারের তালিকায়ও থাকার কথা ছিল গ্রায়েম সোয়ানের। ইংল্যান্ডজুড়ে প্রবল সমালোচনার মুখে মনোনীতদের নাম ঘোষণার এক দিন পর কাল বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকায় ঢোকানো হলো সোয়ানের নাম। পরশু ঘোষিত তালিকায় সোয়ান বাদ পড়ায় দুঃখ প্রকাশ করেছে আইসিসি।
২৪ আগস্ট ২০০৯ থেকে ১০ আগস্ট ২০১০—পুুরস্কারের জন্য বিবেচ্য এই সময়ে ১০ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন সোয়ান, ২৩ ওয়ানডেতে নিয়েছেন ২৮ উইকেট, আর ১১ টি-টোয়েন্টিতে ১৬টি। ব্যাট হাতেও সব ধরনের ক্রিকেটে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সোয়ানের অন্তর্ভুক্তিতে বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকায় থাকলেন মোট ১৭ জন। ৬ অক্টোবর বেঙ্গালুরুতে দেওয়া হবে এবারের আইসিসি অ্যাওয়ার্ড।
২৪ আগস্ট ২০০৯ থেকে ১০ আগস্ট ২০১০—পুুরস্কারের জন্য বিবেচ্য এই সময়ে ১০ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন সোয়ান, ২৩ ওয়ানডেতে নিয়েছেন ২৮ উইকেট, আর ১১ টি-টোয়েন্টিতে ১৬টি। ব্যাট হাতেও সব ধরনের ক্রিকেটে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সোয়ানের অন্তর্ভুক্তিতে বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকায় থাকলেন মোট ১৭ জন। ৬ অক্টোবর বেঙ্গালুরুতে দেওয়া হবে এবারের আইসিসি অ্যাওয়ার্ড।
No comments