সাক্ষ্য দেওয়ার সময় বোরকা পরা যাবে না
অস্ট্রেলিয়ায় একটি প্রতারণা মামলার সাক্ষী একজন মুসলিম নারীকে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বোরকা না পরার নির্দেশ দিয়েছেন বিচারক। গতকাল বৃহস্পতিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক শ্যনা ডিন এই নির্দেশ দেন।
ইসলামি শিক্ষার শিক্ষক ওই মুসলিম নারীর নামের প্রথম অংশ তাসনিম। এর বাইরে তাঁর পরিচয় সম্পর্কে আর কিছু জানা যায়নি। ৩৬ বছর বয়সী এই শিক্ষক ১৭ বছর বয়স থেকে বোরকা পরে আসছেন। অস্ট্রেলিয়ায় তিনি সাত বছর ধরে বাস করছেন।
পার্থের একটি কোম্পানির পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া একটি প্রতারণা মামলার সাক্ষী তিনি। গতকাল বিচারক ডিন তাঁর নির্দেশে উল্লেখ করেন, মুখ ঢেকে ওই নারীর আদালতে সাক্ষ্য দেওয়া যথাযথ হবে না।
বিচারকের মতে, ধর্মীয় প্রয়োজনের চেয়ে তাঁর বোরকা পরার সিদ্ধান্তের মূলে রয়েছে শালীনতা রক্ষা ও ব্যক্তিগত পছন্দ।
ডিফেন্স অ্যাটর্নিরা বলছেন, সাক্ষী যা বলছেন তা যাচাইয়ে তাঁর মুখের অভিব্যক্তি দেখা প্রয়োজন বিচারকের। তবে কৌঁসুলিরা বলছেন, বোরকা না পরলে অস্বস্তিতে পড়তে পারেন সাক্ষী। এর বিরূপ প্রভাব পড়তে পারে সাক্ষ্যে।
ইসলামি শিক্ষার শিক্ষক ওই মুসলিম নারীর নামের প্রথম অংশ তাসনিম। এর বাইরে তাঁর পরিচয় সম্পর্কে আর কিছু জানা যায়নি। ৩৬ বছর বয়সী এই শিক্ষক ১৭ বছর বয়স থেকে বোরকা পরে আসছেন। অস্ট্রেলিয়ায় তিনি সাত বছর ধরে বাস করছেন।
পার্থের একটি কোম্পানির পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া একটি প্রতারণা মামলার সাক্ষী তিনি। গতকাল বিচারক ডিন তাঁর নির্দেশে উল্লেখ করেন, মুখ ঢেকে ওই নারীর আদালতে সাক্ষ্য দেওয়া যথাযথ হবে না।
বিচারকের মতে, ধর্মীয় প্রয়োজনের চেয়ে তাঁর বোরকা পরার সিদ্ধান্তের মূলে রয়েছে শালীনতা রক্ষা ও ব্যক্তিগত পছন্দ।
ডিফেন্স অ্যাটর্নিরা বলছেন, সাক্ষী যা বলছেন তা যাচাইয়ে তাঁর মুখের অভিব্যক্তি দেখা প্রয়োজন বিচারকের। তবে কৌঁসুলিরা বলছেন, বোরকা না পরলে অস্বস্তিতে পড়তে পারেন সাক্ষী। এর বিরূপ প্রভাব পড়তে পারে সাক্ষ্যে।
No comments