সৌরবাতির উদ্ভাবকেরা সম্মানজনক পরিবেশ পদক পেয়েছেন
উন্নয়নশীল দেশ-গুলোতে ব্যবহূত কেরোসিনের বাতির বিকল্প হিসেবে সৌরবাতির উদ্ভা-বকেরা সম্মানজনক পরিবেশ পদক ‘অ্যাশডেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সৌর-শক্তিসম্পন্ন পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিলাইট ডিজাইনের গবেষকেরা এ পুরস্কার পেয়েছেন। ডিলাইট ডিজাইন জানিয়েছে, তাদের উদ্ভাবিত সৌরবাতি ‘কিরণ’ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সাহায্য করবে। প্রতিটি সৌরবাতি ১০ ডলারে বিক্রি হচ্ছে।
অ্যাশডেন অ্যাওয়ার্ড কমিটির বিচারকেরা বলেন, কেরোসিনের বাতি ব্যবহারের কারণে উন্নয়নশীল দেশগুলোর মানুষকে স্বাস্থ্য ও পরিবেশদূষণগত যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, তা সম্পর্কে সচেতন করে তুলতে প্রতিষ্ঠানটি ভীষণ আগ্রহ ও একাগ্রতার পরিচয় দিয়েছে।
ভারতীয় উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানিটি জানায়, কেরোসিনের ধোঁয়ার ফলে সৃষ্ট দূষণে প্রতিবছর ১৫ লাখ মানুষ মারা যায়।
এক বিবৃতিতে অ্যাশডেন অ্যাওয়ার্ড কমিটি বলেছে, ‘সৌরবাতি বাজারজাতকরণের ক্ষেত্রে ডিলাইট ডিজাইনের অত্যন্ত কার্যকরী নীতি আমাদের মুগ্ধ করেছে। তাদের এমন নীতির কারণেই তারা ৩২টি দেশের ১০ লক্ষাধিক মানুষের কাছে এই বাতি পৌঁছে দিতে পেরেছে।’ কমিটি জানায়, পদকজয়ী আরেকটি প্রতিষ্ঠান রুরাল এনার্জি ফাউন্ডেশন আফ্রিকার নয়টি দেশের তিন লাখ মানুষকে সৌরবাতি সরবারহ করেছে। উল্লেখ্য, আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।
অ্যাশডেন অ্যাওয়ার্ড কমিটির বিচারকেরা বলেন, কেরোসিনের বাতি ব্যবহারের কারণে উন্নয়নশীল দেশগুলোর মানুষকে স্বাস্থ্য ও পরিবেশদূষণগত যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, তা সম্পর্কে সচেতন করে তুলতে প্রতিষ্ঠানটি ভীষণ আগ্রহ ও একাগ্রতার পরিচয় দিয়েছে।
ভারতীয় উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানিটি জানায়, কেরোসিনের ধোঁয়ার ফলে সৃষ্ট দূষণে প্রতিবছর ১৫ লাখ মানুষ মারা যায়।
এক বিবৃতিতে অ্যাশডেন অ্যাওয়ার্ড কমিটি বলেছে, ‘সৌরবাতি বাজারজাতকরণের ক্ষেত্রে ডিলাইট ডিজাইনের অত্যন্ত কার্যকরী নীতি আমাদের মুগ্ধ করেছে। তাদের এমন নীতির কারণেই তারা ৩২টি দেশের ১০ লক্ষাধিক মানুষের কাছে এই বাতি পৌঁছে দিতে পেরেছে।’ কমিটি জানায়, পদকজয়ী আরেকটি প্রতিষ্ঠান রুরাল এনার্জি ফাউন্ডেশন আফ্রিকার নয়টি দেশের তিন লাখ মানুষকে সৌরবাতি সরবারহ করেছে। উল্লেখ্য, আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।
No comments